MS Bangla News: ভারতের বিভিন্ন রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক (EMRS Teacher Recruitment 2024) নিয়োগ কিভাবে হয় ? কবে নোটিফিকেশন বেরোয়? আবেদন পদ্ধতি, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, শূন্যপদ বেতন, এডমিট কার্ড, যোগ্যতা, অফিসিয়াল নোটিফিকেশন, সমস্ত কিছু দেখে নেওয়া যাক।
দীর্ঘদিন হলো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ (emrs Teacher Recruitment 2024) হয়নি, খুব দ্রুত এই সমস্ত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হবে। অফিসিয়াল নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে এবং আবেদন প্রক্রিয়াও শুরু হবে। তার আগে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নেব।
পদের নাম: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (emrs Teacher Recruitment 2024) গুলোতে সাধারণত দুটি ক্যাটাগরিতে নিয়োগ হয়ে থাকে। একটি হল ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (TGT) অন্যটি হলো পোস্ট গ্রাজুয়েট টিচার (PGT) ।
বয়সসীমা: ট্রেন্ড গেজুয়েট টিচার (TGT) ও পোস্ট গেদে গগ্রাজুয়েট টিচারদের (PGT) জন্য বয়সসীমা আলাদা আলাদা হয়ে থাকে।
TGT:
নূন্যতম ১৮ বছর।
সর্বোচ্চ: 35 বছর।
PGT:
নূন্যতম ১৮ বছর।
সর্বোচ্চ: 40 বছর।
যোগ্যতা:
TGT:
- সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
- 50 % নম্বর থাকতে হবে।
- CTET কোয়ালিফাই করতে হবে।
- B.Ed বাধ্যতামূলক।
PGT:
- সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
- 50% নম্বর থাকতে হবে।
- B.Ed বাধ্যতামূলক।
সিলেকশন পদ্ধতি:
TGT ও PGT পোষ্টের জন্য লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে শেষে ইন্টারভিউ নেওয়া হয়। এছাড়া language aptitute পরীক্ষা হয়ে থাকে। দুটি স্টেজে সফলতার সঙ্গে উত্তীর্ণ হলে নিয়োগ পত্র দেওয়া হয়।
আবেদন ফি:
TGT:
UR/OBC : 1000 টাকা।
SC/ST: 1000 টাকা।
PGT:
UR/OBC : 1500 টাকা।
SC/ST: 1500 টাকা।
বেতন:
TGT:
Pay Level- 7 (7th Pay commission)
Pay Scale: 44900 – 142000 টাকা। and other allowance.
PGT :
Level- 8 (7th Pay commission)
Pay Scale: 47600 – 151100 টাকা।
আবেদন করবেন কিভাবে?
Step-1: আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটি হলো www.emrs.tribal.gov.in .
Step-2: এরপর ওয়েবসাইটের লেটেস্ট জব অপশনে আসতে হবে।
Step-3: এপ্লাই অনলাইন লিংকে ক্লিক করতে হবে।
Step-4: প্রথমে আপনার ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।
Step-5: রেজিস্টার হয়ে যাওয়ার পরে লগইন করে পোস্ট, ইলিজিবিলিটি সমস্ত কিছু তথ্য ইনপুট করতে হবে।
Step-6: আপনার যাবতীয় তথ্য পিডিএফ আকারে আপলোড করতে হবে। ছবি ও সিগনেচার স্ক্যান করে রাখতে হবে। আপলোড করার জন্য।
Step-7: সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে অবশেষে অনলাইনে পেমেন্ট করতে হবে।
Step-8: পেমেন্টের পর আবেদনপত্র ডাউনলোড করে রেখে দিতে হবে ইন্টারভিউ এর সময় কাজে লাগবে।
গুরুত্বপূর্ণ তথ্য ও লিঙ্ক:
Recruitment Board | Eklavya Model Residencial School |
Post | TGT & PGT |
Vacancy | Update soon |
Online application | Update soon |
Notification | Update soon |
official website | Click here |