Utsashree Portal: উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের তথ্য যাচাই শুরু হল

MS Bangla News: উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) শিক্ষক ও শিক্ষাকর্মীদের যাবতীয় তথ্য যাচাই করার জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। হঠাৎ করে এই নোটিফিকেশনের কারন কি? কি কি তথ্য যাচাই করতে হবে ? কতদিনের মধ্যে তথ্য সাবমিট করতে হবে ? সমস্ত ডিটেইলস জেনে নেওয়া যাক।

শিক্ষক শিক্ষকর্মীদের ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) একটি গুরুত্বপূর্ণ মাধ্যম । এই পোর্টালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যাবতীয় তথ্য সংরক্ষিত রয়েছে। কিন্তু বর্তমানে সেই সমস্ত তথ্য গুলি যাচাই করে ডিআই অফিসে পাঠাতে হবে। এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ আসছে জেলায় জেলায় থেকে।

জলপাইগুড়ি জেলার ডিআই অফিস থেকে এমনই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে।

কোন কোন স্কুলে শিক্ষকদের তথ্য যাচাই করা হবে?

জলপাইগুড়ি জেলার সমস্ত জুনিয়র হাই স্কুল, হাই স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের তথ্য জানাই করতে হবে। এর জন্য প্রথমে উৎসশ্রী পোর্টালে লগইন করতে হবে এবং সমস্ত তথ্য ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা তথ্য সমস্ত শিক্ষকদের ও শিক্ষাকর্মীদের দ্বারা ডাটার সত্যতা যাচাই করে প্রধান শিক্ষকের সই করে ফরওয়ার্ডিং লেটার সহ সংশ্লিষ্ট ডিআই অফিসে পাঠাতে হবে। আগামী ১৩ ই আগস্ট এর মধ্যে।

জলপাইগুড়ি জেলার ডিআই অফিসের মেমো নম্বর 1989 date : 06.08.24 .

মূলত কি কি তথ্য যাচাই করতে হবে তা নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে।

  1. শিক্ষক ও শিক্ষা কর্মীদের ডেট অফ জয়েনিং এবং ডেট অফ রিটারমেন্টের তারিখ যাচাই করতে হবে।
  2. শিক্ষক ও শিক্ষাকর্মীর অ্যাপ্রুভাল মেমো নম্বর ও তারিখ যাচাই করতে হবে।
  3. শিক্ষক শিক্ষকর্মীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে। তিনি তার যোগ্যতা অনুযায়ী বেতন পাচ্ছেন কিনা অর্থাৎ তিনি যদি পাশ গ্রাজুয়েট টিচার হন তাহলে পাশ গ্রাজুয়েট স্কেল পাচ্ছেন কিনা। এসএসসির রেকমেন্ডেশন অনুযায়ী তিনি চাকরি করছেন কিনা । সব তথ্য যাচাই করতে হবে।
  4. শিক্ষক বা শিক্ষাকর্মীর প্রফেশনাল কোয়ালিফিকেশন যাচাই করতে হবে।

শিক্ষক বা শিক্ষা কর্মীর কোন তথ্য যদি সংশোধন করতে হয় তাহলে প্রধান শিক্ষকের লগইন থেকে করতে হবে।

যেসব তথ্য গুলি প্রধান শিক্ষকের লগইন থেকে করা যাবে না সেগুলিকে সংশোধনের জন্য ডিআই অফিসে পাঠাতে হবে।

Notification pdf

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment