Railtel corporation apprentice recruitment : কলকাতা এই সংস্থায় চাকরি সুযোগ!

কলকাতায় Railtel corporation apprentice recruitment সংস্থায় ব্যাপকভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরির সুযোগ এখনই আবেদন করুন

১. পদের নাম :

রেল কর্পোরেশন অফ ইন্ডিয়া শিক্ষানিবেশ পদ।

২. মোট শূন্য পদ :

মোট ৪0 টি শূন্য পদ রয়েছে । আবেদন করার আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে আর তা পড়তে NATS কিংবা railtel corporation এর অবিচার ওয়েবসাইটে নজর রাখতে হবে।

৩. শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে ন্যূনতম ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে চার বছরে নিয়মিত স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে । এই বিষয়ে আরো জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

৪. আবেদন পদ্ধতি :

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া কোম্পানির সরাসরি ভাবে কর্মীদের নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর তা করতে national apprenticeship training scheme ( NATS) এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবে প্রার্থীরা।

৫. আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ।

৬. নিয়োগ প্রক্রিয়া :

ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে। সেখানে পাস করলে আবেদনকারীদের ফিটনেস পরীক্ষা দিতে হবে তারপরই তাদের নিয়োগ করা হবে ।

৭. বেতন :

গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মাসিক বেতন হবে ১৪ হাজার টাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মাসিক বেতন হবে ১২ হাজার টাকা ।

৮. জরুরী তথ্য :

এক বছরের জন্য এই চাকরিতে নিয়োগ করা হবে কর্মীদের। নিয়োগ হবে কলকাতা, সেকেন্দ্রাবাদ/ হায়দ্রাবাদ , দিল্লি , মুম্বাই সহ ভারতের একাধিক জায়গায়। এই বিষয়ে আরো জানতে রেল তেলের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

For online application:Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now