Eastern Railway sports person Recruitment 2024: পূর্ব রেলে নিয়োগের বিজ্ঞপ্তি!

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) পূর্ব রেলে (Eastern Railway sports person Recruitment 2024) স্পোর্টস কোটায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।

কোলকাতায় চাকরির সুযোগ আবেদন করুন

পদের নাম: স্পোর্টস পারসন (Sports person)

শূন্য পদ: 60 টি।

শিক্ষাগত যোগ্যতা:

প্রথম লেভেল: চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে আইটিআই এর ডিগ্রি থাকতে হবে। or NAC by NCVT

দ্বিতীয় ও তৃতীয় লেভেল: চাকরিপ্রার্থী কি অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। or ITI by NCVT /SCVT

চতুর্থ ও পঞ্চম লেভেল: চাকরিপ্রার্থী যে কোন ডিগ্রী থাকলে চলবে।

বয়স সীমা:

অন্যতম বয়সসীমা হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর। বয়সে উর্ধ্বসীমায় কোন ছাড় নেই।

আবেদন ফি:

UR/OBC/EWS চাকরি প্রার্থীদের জন্য ৫০০ টাকা জমা করতে হবে। ব্যাংকের চার্জ কাটার পরে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।

SC/ST/PWBD চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা জমা করতে হবে ব্যাংক চার্জ কাটার পরে আড়াইশো টাকা ফেরত দেওয়া হবে।

সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 15.11.2024

অনলাইন আবেদনের শেষ তারিখ 14.12.2024

ট্রায়াল এর জন্য ডাকা হতে পারে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে 2025.

শূন্য পদের বিবরণ:

শূন্যপদের ক্যাটাগরিশূন্যপদ
Level 4 & 55
Level 2 & 316
Level 139

গুরুত্বপূর্ণ লিংক:

For online application: click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment