Ordinance Factory Recruitment 2024: কেন্দ্রীয় সরকারের অডিন্যান্স ফ্যাক্টরিতে বিভিন্ন পদে নিয়োগ।

কেন্দ্রীয় সরকারের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ( Ordinance Factory Recruitment 2024) বিভিন্ন পদে চাকরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন :

ঘরে বসে চাকরির প্রস্তুতি নিয়ে কিভাবে চাকরি পাবেন দেখে নিন

১. পদের নাম :

জুনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট , ডিপ্লোমা টেকনিশিয়ান পদ , জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ ।

২. মোট শূন্য পদ :

  • জুনিয়র ম্যানেজার : ৫০ টি পদ ।
  • ডিপ্লোমা টেকনিশিয়ান : ২১ টি পদ ।
  • সহায়ক অ্যাসিস্ট্যান্ট : ১১ টি পদ ।
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট : ৪ টি পদ ।

৩. বেতন :

নিম্নে বেতন সবিস্তারে আলোচনা করা হলো –

  • জুনিয়র ম্যানেজার পদ : মাসিক বেতন ৩০ হাজার টাকা ।
  • ডিপ্লোমা টেকনিশিয়ান পদ : মাসিক বেতন ২৩ হাজার টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট পদ : মাসিক বেতন ২৩ হাজার টাকা ।
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ : মাসিক বেতন ২১ হাজার টাকা।

৪. চাকরি প্রার্থীদের নির্বাচন :

এই পদে চাকরির জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে ৮৫% ওয়েটের অর্থাৎ শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর থাকবে ৮৫ শতাংশ ওয়েটেজ এবং বাকি ১৫% থাকবে ইন্টারভিউ এর ওপর । এই পদে চাকরির জন্য প্রার্থীকে কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। এই পদে চাকরির জন্য প্রার্থীকে সমস্ত পরীক্ষায় ন্যূনতম ৬৫ পার্সেন্ট নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই নাম্বার অনুযায়ী ইন্টারভিউ এর জন্য প্রার্থীদের ডাকা হবে এবং তারপরই তাদের যোগ্যতার উপর ভিত্তি করে কর্মীদের নির্বাচন করা হবে।

৫. আবেদন ফি :

এই ফ্যাক্টরিতে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ লিংক:

Official website: Click here

Leave a Comment

WhatsApp channel Join Now