আপার প্রাইমারি নিয়োগ (Upper Primary Recruitment) নিয়ে গুরুত্বপূর্ণ নোটিস এস এস সির।

আপার প্রাইমারি নিয়োগ (Upper Primary Recruitment) সবুজ সংকেত দিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এ নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক।

আবার প্রাইমারি নিয়োগ (Upper Primary Recruitment) নিয়ে মামলা জেরে দীর্ঘ আট বছর নিয়োগ বন্ধ রয়েছে। কিছুদিন আগে হাইকোর্টের রায় নিয়োগের ছাড়পত্র পেয়েছে স্কুল সার্ভিস কমিশন এর নিয়োগ নিয়ে এর আগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে রেখেছে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে যত দিন যাচ্ছে হতেই চাকরি প্রার্থীদের হতাশা বাড়ছে। তারা চান যত দ্রুত স্কুলে জয়েন করতে ।

উৎসশ্রী পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার আগে করা ট্রান্সফার আবেদন পেন্ডিং রাখা যাবেনা নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি দ্রুত নিয়োগ ও চাকরি পাওয়ার জন্য আজ এসএসসি আচার্য সদনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মিছিল করার কথা ও এসএসসি চেয়ারম্যান কে ডেপুটেশন দেওয়ার কথা । কিন্তু ঠিক তার আগে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল আজ।

আবার প্রাইমারি প্যানেল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। এসএসসি তরফ থেকে জানা গেছে আগামী 25.09.2024 তারিখে আপার প্রাইমারি প্যানেল প্রকাশিত হচ্ছে। জাজমেন্ট তারিখ 28.08.2024 MAT 638 of 2021 এর বিষয়ে।

প্যানেল প্রকাশের পর প্রথম কাউন্সিলিংয়ের জন্য তারিখ ঘোষণা করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন করে আবার আপার প্রাইমারি নিয়োগ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে ।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now