10 দিনের মধ্যেই সমস্ত শূন্যপদ (school Vacancy)জানানোর নির্দেশ পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের!

পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর থেকে শূন্যপদ (School Vacancy) একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত ডিআই ,এ ডিআই (প্রাথমিক ও মাধ্যমিক) এর কাছ থেকে। এর জন্য নির্দিষ্ট ফর্মাটও দেওয়া হয়েছে। তাতে ১০ দিনের মধ্যে সমস্ত শূন্যপদ সম্পর্কে জানাতে হবে।

শিক্ষাদপ্তরের এই নির্দেশিকায় জানানো হয়েছে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যে প্রাপ্ত স্কুল এছাড়া মডেল স্কুল ও NIGS স্কুলগুলিতে সমস্ত গ্রুপ ডি ও গ্রুপ সি শূন্য পদ (school Vacancy) চাওয়া হয়েছে।

আরো পড়ুন আপার প্রাইমারি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসএসসির

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের মেমো নম্বর 896-sc/Apt / DSE ,11099/104/2024-ADMN SEC/DSE তারিখ 17.09.2024 নোটিফিকেশনে বলা হয়েছে সাম্প্রতিক গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্যপদ সম্পর্কে জানাতে হবে। আগামী ১০ দিনের মধ্যেই নির্দিষ্ট ফরমেটে জমা করতে হবে।

সমস্ত স্কুলগুলির গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্য পদ (school Vacancy) এর তথ্য গুগল সিটে ফিলআপ করে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। এই শূন্যপদ পাঠাতে হবে ডাইরেক্টরকে। শূন্য পদগুলিতে নির্দিষ্ট ফরমেটে পাঠানোর আগে সমস্ত ডিআই এডিআই ও টিচার ইনচার্জ ও প্রধান শিক্ষকদের সই অবশ্যই করতে হবে হার্ড কপিতে।

কিভাবে নির্দিষ্ট ফরমেটে জমা করবেন?

গুগল সিটে নির্দিষ্ট ফরমেটে একটি ফর্ম দেওয়া হয়েছে। যেটি ফিলাপ করে জমা করতে হবে।

  1. পদের নাম;
  2. পোষ্টের নাম ক্যাটেগরি অনুযায়ী
  3. পোস্ট sanctioning memo নম্বর ও তারিখ
  4. DDO এর নাম
  5. DDO code
  6. পোস্ট কোড
  7. HRMS অনুযায়ী কোন চাকরি প্রার্থীর পোস্ট নম্বর রয়েছে
  8. মোট শূন্য পদের সংখ্যা
  9. মন্তব্য

উপরে উল্লেখিত এই ফরম্যাট অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্যপদ সম্পর্কে জানাতে হবে ডাইরেক্টরকে। আগামী দশ দিনের মধ্যেই।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment