পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর থেকে শূন্যপদ (School Vacancy) একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত ডিআই ,এ ডিআই (প্রাথমিক ও মাধ্যমিক) এর কাছ থেকে। এর জন্য নির্দিষ্ট ফর্মাটও দেওয়া হয়েছে। তাতে ১০ দিনের মধ্যে সমস্ত শূন্যপদ সম্পর্কে জানাতে হবে।
শিক্ষাদপ্তরের এই নির্দেশিকায় জানানো হয়েছে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যে প্রাপ্ত স্কুল এছাড়া মডেল স্কুল ও NIGS স্কুলগুলিতে সমস্ত গ্রুপ ডি ও গ্রুপ সি শূন্য পদ (school Vacancy) চাওয়া হয়েছে।
আরো পড়ুন আপার প্রাইমারি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসএসসির
পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের মেমো নম্বর 896-sc/Apt / DSE ,11099/104/2024-ADMN SEC/DSE তারিখ 17.09.2024 নোটিফিকেশনে বলা হয়েছে সাম্প্রতিক গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্যপদ সম্পর্কে জানাতে হবে। আগামী ১০ দিনের মধ্যেই নির্দিষ্ট ফরমেটে জমা করতে হবে।
সমস্ত স্কুলগুলির গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্য পদ (school Vacancy) এর তথ্য গুগল সিটে ফিলআপ করে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। এই শূন্যপদ পাঠাতে হবে ডাইরেক্টরকে। শূন্য পদগুলিতে নির্দিষ্ট ফরমেটে পাঠানোর আগে সমস্ত ডিআই এডিআই ও টিচার ইনচার্জ ও প্রধান শিক্ষকদের সই অবশ্যই করতে হবে হার্ড কপিতে।
কিভাবে নির্দিষ্ট ফরমেটে জমা করবেন?
গুগল সিটে নির্দিষ্ট ফরমেটে একটি ফর্ম দেওয়া হয়েছে। যেটি ফিলাপ করে জমা করতে হবে।
- পদের নাম;
- পোষ্টের নাম ক্যাটেগরি অনুযায়ী
- পোস্ট sanctioning memo নম্বর ও তারিখ
- DDO এর নাম
- DDO code
- পোস্ট কোড
- HRMS অনুযায়ী কোন চাকরি প্রার্থীর পোস্ট নম্বর রয়েছে
- মোট শূন্য পদের সংখ্যা
- মন্তব্য
উপরে উল্লেখিত এই ফরম্যাট অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্যপদ সম্পর্কে জানাতে হবে ডাইরেক্টরকে। আগামী দশ দিনের মধ্যেই।