Utsashree Portal: উৎসশ্রী পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার আগের আবেদন পেন্ডিং রাখা যাবে না!

উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ হয়ে যাওয়ার আগে অনেকেই বিভিন্ন ট্রান্সফারের আবেদন করেছিলেন কিন্তু উৎসশ্রী পোর্টাল বন্ধ হওয়ার কারণে সমস্ত ট্রান্সফারের আবেদন বাতিল করা হয়েছে। এ নিয়ে কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। উৎসশ্রী পোর্টাল বন্ধের আগের আবেদন গুলি আর পেন্ডিং রাখা যাবে না।

উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ হওয়ার আগে ট্রান্সফারের আবেদন করেছিলেন সুভাষচন্দ্র দে নামক একজন শিক্ষক কিন্তু তার আবেদন খারিজ হয়ে যায়। ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

কলকাতা হাইকোর্টের কেস নম্বর WPA 23229 of 2024 সুভাষচন্দ্র দে বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর করা একটি মামলায় গুরুত্বপূর্ণ রায়দান করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই মামলার বিচারপতি হিসেবে ছিলেন শুভ্রপ্রকাশ লাহিড়ী।

মামলাকারী সুভাষচন্দ্র দে গত ১৩ ই আগস্ট ২০২২ এ উৎসশ্রী পোর্টালে ট্রান্সফারের জন্য আবেদন করেন এবং সেই আবেদনটি প্রধান শিক্ষক ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হুগলির কাছে ফরোয়ার্ড করেন। কিন্তু এরপর ২৯ শে সেপ্টেম্বর ২০২২ সালে উৎসশ্রী পোর্টাল সাসপেন্ড হয়ে যায়। ফলে ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুল হুগলি থেকে ওই শিক্ষকের আবেদন ব্যাক করে স্কুল অথরিটির কাছে অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে ফেরত পাঠানো হয়।

এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন জানায় যেহেতু উৎসশ্রী পোর্টাল টেম্পোরারি সাসপেন্ডেড রয়েছে, তাই এই মুহূর্তে ওই শিক্ষকের আবেদন গ্রহণ করা যাচ্ছে না।

এরপর ওই শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্ট ঐ শিক্ষকের আবেদনের গুরুত্ব বিচার করে জানান যে যেহেতু ওই শিক্ষক যখন উৎসশ্রী পোর্টাল আবেদন করেছিলেন তখন উৎসশ্রী পোর্টাল খোলা ছিল অর্থাৎ ঐ শিক্ষক ট্রান্সফারের পাওয়ার যোগ্য। তাই মহামান্য হাইকোর্ট জানাই আগামী আট সপ্তাহের মধ্যে ঐ শিক্ষকের ট্রান্সফারের নিয়ম অনুযায়ী ট্রান্সফার দিতে হবে। এবং এর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করেন এবং এও জানানো হয় যে এই অর্ডার পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে ওই শিক্ষককে ট্রান্সফারের বিষয়ে জানাতে হবে। অর্থাৎ পরিষ্কারভাবে নির্দেশ দেন যে উৎসশ্রী পোর্টাল বন্ধের জন্য ট্রান্সফার প্রক্রিয়া আটকানো যাবে না।

অর্ডার কপি গুলি পাবেন Mrinal Shikari ফেসবুক পেজে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

1 thought on “Utsashree Portal: উৎসশ্রী পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার আগের আবেদন পেন্ডিং রাখা যাবে না!”

Leave a Comment