নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি (NIACL Recruitment)একটি প্রধান পাবলিক সেক্টর জেনারেল অ্যাসুরেন্স কোম্পানি। যেটি ভারত সরকারের মালিকাধীন ও অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। যারা ১৭০ টি অফিসার পদে নিয়োগ করতে চলেছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন।
নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি (NIACL Recruitment)জেনারেল লিস্ট এবং স্পেশালিস্ট পদের জন্য দরখাস্ত আহবান করছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের খুঁটিনাটি, শূন্যপদ, বেতন, অনলাইন আবেদন, সিলেবাস, নিয়োগ পদ্ধতি ,ইন্টারভিউ, সমস্ত কিছু ডিটেলস জেনে নেওয়া যাক।
আরো পড়ুন ভারতীয় রেলে 5066 জন অ্যাপেন্টিস নিয়োগ এখনই আবেদন করুন
পদের নাম : অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্টেন্ট) (স্কেল ওয়ান) 50 টি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (সাধারণ) স্কেল ওয়ান 120 টি।
নিয়োগ সংস্থা: নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি।
শূন্যপদ: 170 টি।
বয়সসীমা:
উপরে উল্লেখিত পদগুলির জন্য নূন্যতম বয়সসীমা হতে হবে ২১ বছর । এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি:
উপরিক্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে সাধারণ চাকরিপ্রার্থীদের ৮৫০ টাকা জমা করতে হবে।
সংরক্ষিত চাকরি প্রার্থীরা বিশেষ করে এসসি এসটি ওবিসি পি ডব্লিউ ডি দের ১০০ টাকা জমা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক উত্তর ডিগ্রি লাভ করে থাকতে হবে। সেই সঙ্গে 60 শতাংশ নম্বর পেতে হবে।
বেতন: 50925 টাকা থেকে 96765 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে রেজিস্ট্রেশনও আবেদন ফি জমা দেওয়া শুরু হচ্ছে 10.09.2024 থেকে 29.09.2024
ফেজ ওয়ান অনলাইন এক্সামিনেশন 13.10.24
ফেজ টু: অনলাইন এক্সামিনেশন 17.11.2024
আবেদনের শেষ তারিখ 29.09.2024
নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের।
গুরুত্বপূর্ণ লিংক:
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবে আবেদন করবেন।