NPS Vatsalya Seheme: বাৎসল্য প্রকল্পে 1000 টাকা জমিয়ে পেনশন পাওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্র!

NPS Vatsalya Seheme: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে নাবালকদের জন্য বাৎসল্য পেনশন স্কিম চালু হবে। সেটি চালু হয়েছে। কারা আবেদন করতে পারবেন দেখে নিন!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন বাৎসল্য পেনশন স্কিম (NPS Vatsalya Seheme) গুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম। যে স্কিমের মাধ্যমে একজন নাবালক ভবিষ্যৎ জীবনের পেনশনের অধিকারী হতে পারবে এবং তার ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত করতে পারবে এই পেনশন স্কিমের মাধ্যমে। তিনি এও বলেন ভবিষ্যতে এই স্কিমের এ রিটার্ন অনেক ভালো দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

যাদের বয়স ১৮ বছরের কম তারা এই বাৎসল্য পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন। তবে এই অ্যাকাউন্টটি চালাবেন নাবালকের পিতা মাতা অথবা অভিভাবক।

আবেদনকারীর বয়স যখন ১৮ বছর পৌঁছে যাবে তখন অটোমেটিক ভাবে এই অ্যাকাউন্টটি ন্যাশনাল পেনশন স্কীমের আওতায় চলে আসবে। পেনশন পাওয়া যাবে আবেদনকারীর বয়স যখন ৬০ বছর পূর্ণ হবে।

সুদ কেমন দেওয়া হবে?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে ন্যাশনাল পেনশন স্কিমে সুদ দেওয়া হবে 14%, 9.1% এবং 8.8% return নির্ভর করবে ইনভেসমেন্ট ইকুইটি এর ওপর।

বাৎসরিক কত টাকা জমা করতে হবে?

বাৎসল্য পেনশন স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাৎসরিক নূন্যতম ১০০০ টাকা জমা করতে হবে । তবে জমার নির্দিষ্ট কোন ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ যত খুশি জমানো যাবে।

কোথায় বাৎসল্য অ্যাকাউন্ট খোলা যাবে?

এন পি এস বাৎসল্য পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে গেলে অনলাইনে এই অ্যাকাউন্টটি খোলা যাবে তাছাড়া যে কোনো ব্যাংক, যে কোন পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনলাইন বাৎসল্য একাউন্ট খুলতে গেলে আপনাকে যেতে হবে eNPS এর ওয়েবসাইটে।

টাকা কখন তোলা যাবে?

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী টাকা তোলা যাবে তিনটি পর্যায়ে।

  1. লকিং পিরিয়ড তিন বছর হয়ে গেলে শিক্ষা, অসুস্থতা ও অক্ষমতার জন্য সর্বোচ্চ তিনবার টাকা তোলা যাবে।
    এক্ষেত্রে জমা টাকার ২৫ শতাংশ টাকা তোলা যাবে।
  2. আবেদনকারীর বয়স যদি ১৮ বছর পূর্ণ হয়ে যায় তখন এই অ্যাকাউন্টটি অটোমেটিক ভাবে এনপিএস টায়ার ওয়ান একাউন্টের অধীনে চলে আসবে এবং তা অল সিটিজেনস এর আন্ডারে চলে আসবে।

যদি জমা টাকা আড়াই লাখের বেশি হয় তাহলে ওই টাকার 80 শতাংশ annuity কেনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং বাকি ২০% টাকা তোলা যাবে।

যদি জমা টাকা 2.5 লক্ষের কম হয় তাহলে সমস্ত টাকা তুলে নেওয়া যাবে।

আবেদনকারীর মৃত্যু হলে কি হবে?

যদি আবেদনকারীর কোন কারনে মৃত্যু হয় তাহলে জমা টাকার সম্পূর্ণ তার অভিভাবক বা পিতা-মাতা পেয়ে যাবেন।

কি কি ডকুমেন্ট লাগবে?

বাৎসল্য পেনশন স্কিমে একাউন্ট খোলার জন্য যে যে ডকুমেন্টগুলি লাগবে তা হল

  1. KYC করার জন্য অবশ্যই অভিভাবকের সচিত্র পরিচয় পত্র ও ঠিকানা প্রমাণপত্র থাকতে হবে।( যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, জব কার্ড ইত্যাদি)
  2. আবেদনকারীর জন্মের প্রমাণপত্র যেমন জন্ম সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট)
  3. NRE/NRO ব্যাংক একাউন্ট লাগবে যদি অভিভাবক NRI হয়।

ইনভেস্টের ক্ষেত্রে চয়েসও থাকবে?

বাৎসল্য পেনশন স্কিমে আবেদনের জন্য অভিভাবকদের ইনভেস্ট এর ক্ষেত্রে চয়েসও থাকবে। যেমন

  1. ডিফল্ট চয়েস: মডারেট লাইফ সার্কেল ফান্ড- LC 50 (50% Equity)
  2. অটো চয়েস: লাইভ সার্কেল ফান্ড

এগ্রেসিভ: LC 75 (75% Equity)
মডারেট: LC 50 (50% Equity)
কনজারভেটিভ: LC 25 25% (Equity)

  1. একটিভ চয়েস:

Funds across Equity (upto 75%) corporate debt (upto 100%) Securities (upto 100%) alternative assets (upto 5%)

আবেদনকারীদের কাছে অনুরোধ যে কোনো প্রকল্পে আপনার টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই ভালো করে জেনে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।

NPS Vatsalya Seheme official website

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now