ন্যাশনাল আয়ুষ মিশনের (Ayush Recruitment 2024) অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এর জন্য জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উত্তর দিনাজপুর জেলার নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে।
ন্যাশনাল আয়ুষ মিশন (Ayush Recruitment 2024) কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প । এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি বিভিন্ন পদে নিয়োগের জন্য নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। শূন্যপদ, অনলাইন আবেদন, নোটিফিকেশন, ফি, নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক;
চাকরির খবর: পূর্ব রেলে 3115 টি শূন্যপদে অ্যাপেন্টিস নিয়োগ
বিজ্ঞপ্তির মেমো নম্বর: DHFWS/UD/ADV/AYUSH/3460/2024 তারিখ: 10.09.24
- পদের নাম: যোগা প্রফেশনাল ।
শূন্যপদ: 1 টি।
যোগ্যতা:
যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
যে কোন ইউনিভার্সিটি থেকে যোগাতে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা:
01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসবেতন 40 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।
বেতন: 28000 টাকা।
- পদের নাম: আয়ুষ ডাক্তার (হোমিওপ্যাথি)
শূন্যপদ: 1 টি।
যোগ্যতা:
হোমিওপ্যাথিতে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে। যেকোনো ইউনিভার্সিটি থেকে এমডি ডিগ্রী থাকতে হবে।
ডাক্তারের অভিজ্ঞতা, কম্পিউটারের জ্ঞান, স্থানীয় ভাষা, ও পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে।
বয়স সীমা:
01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসীমা 50 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।
বেতন: 60000 টাকা।
- পদের নাম: ফার্মাসিস্ট (হোমিওপ্যাথি)
শূন্যপদ: 1 টি।
যোগ্যতা:
যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
যে কোন ইউনিভার্সিটি থেকে ফার্মাসিটিতে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা:
01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসবেতন 40 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।
বেতন: 20000 টাকা।
- পদের নাম: মাল্টিপারপাস ওয়ার্কার।
শূন্যপদ: 1 টি।
যোগ্যতা:
যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্যাজুয়েট হতে হবে।
যে কোন ইউনিভার্সিটি থেকে কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা:
01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসবেতন 40 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।
বেতন: 15000 টাকা।
- পদের নাম: আয়ুশ ডাক্তার (আয়ুর্বেদ)
শূন্যপদ: 1 টি।
যোগ্যতা:
যেকোনো ইউনিভার্সিটি থেকে ইউনানীতে গ্রাজুয়েট হতে হবে।
ডাক্তারের অভিজ্ঞতা, কম্পিউটারের জ্ঞান, স্থানীয় ভাষা, ও পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে।
বয়স সীমা:
01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।
বেতন: 40000 টাকা।
নিয়োগ প্রক্রিয়া:
অনলাইনে আবেদনের পর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটারের অভিজ্ঞতা, দেখার পর স্কোরিং এর মাধ্যমে প্যানেল তৈরি হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে 12.09.24 থেকে।
অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ 24.09.24 ।
অনলাইন আবেদন ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ 27.09.24
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 01.10.2024
গুরুত্বপূর্ণ লিংক:
Ayush Recruitment notification
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।