আয়ুষ মিশনে বিভিন্ন ( Ayush Recruitment 2024)পদে কর্মী নিয়োগ! এখনই আবেদন করুন!

ন্যাশনাল আয়ুষ মিশনের (Ayush Recruitment 2024) অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এর জন্য জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উত্তর দিনাজপুর জেলার নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে।

ন্যাশনাল আয়ুষ মিশন (Ayush Recruitment 2024) কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প । এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি বিভিন্ন পদে নিয়োগের জন্য নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। শূন্যপদ, অনলাইন আবেদন, নোটিফিকেশন, ফি, নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক;

চাকরির খবর: পূর্ব রেলে 3115 টি শূন্যপদে অ্যাপেন্টিস নিয়োগ

বিজ্ঞপ্তির মেমো নম্বর: DHFWS/UD/ADV/AYUSH/3460/2024 তারিখ: 10.09.24

  1. পদের নাম: যোগা প্রফেশনাল ।

শূন্যপদ: 1 টি।

যোগ্যতা:

যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
যে কোন ইউনিভার্সিটি থেকে যোগাতে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।

বয়স সীমা:
01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসবেতন 40 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

বেতন: 28000 টাকা।

  1. পদের নাম: আয়ুষ ডাক্তার (হোমিওপ্যাথি)

শূন্যপদ: 1 টি।

যোগ্যতা:

হোমিওপ্যাথিতে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে। যেকোনো ইউনিভার্সিটি থেকে এমডি ডিগ্রী থাকতে হবে।
ডাক্তারের অভিজ্ঞতা, কম্পিউটারের জ্ঞান, স্থানীয় ভাষা, ও পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে।

বয়স সীমা:

01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসীমা 50 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

বেতন: 60000 টাকা।

  1. পদের নাম: ফার্মাসিস্ট (হোমিওপ্যাথি)

শূন্যপদ: 1 টি।

যোগ্যতা:

যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
যে কোন ইউনিভার্সিটি থেকে ফার্মাসিটিতে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।

বয়স সীমা:

01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসবেতন 40 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

বেতন: 20000 টাকা।

  1. পদের নাম: মাল্টিপারপাস ওয়ার্কার।

শূন্যপদ: 1 টি।

যোগ্যতা:

যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্যাজুয়েট হতে হবে।
যে কোন ইউনিভার্সিটি থেকে কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।

বয়স সীমা:

01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স 21 বছর ও সর্বোচ্চ বয়সসবেতন 40 বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

বেতন: 15000 টাকা।

  1. পদের নাম: আয়ুশ ডাক্তার (আয়ুর্বেদ)

শূন্যপদ: 1 টি।

যোগ্যতা:

যেকোনো ইউনিভার্সিটি থেকে ইউনানীতে গ্রাজুয়েট হতে হবে।

ডাক্তারের অভিজ্ঞতা, কম্পিউটারের জ্ঞান, স্থানীয় ভাষা, ও পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে।

বয়স সীমা:

01.01.24 অনুযায়ী ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

বেতন: 40000 টাকা।

নিয়োগ প্রক্রিয়া:

অনলাইনে আবেদনের পর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটারের অভিজ্ঞতা, দেখার পর স্কোরিং এর মাধ্যমে প্যানেল তৈরি হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে 12.09.24 থেকে।

অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ 24.09.24 ।

অনলাইন আবেদন ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ 27.09.24

অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 01.10.2024

গুরুত্বপূর্ণ লিংক:

Ayush Recruitment notification

official website

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

1 thought on “আয়ুষ মিশনে বিভিন্ন ( Ayush Recruitment 2024)পদে কর্মী নিয়োগ! এখনই আবেদন করুন!”

Leave a Comment