রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে (RKMVM Recruitment 2024) ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন।
রামকৃষ্ণ বিদ্যামন্দির (RKMVM Recruitment 2024)ভারতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যে কেউ চাকরি করতে চান। এবার সেই সুযোগ চলে এলো। রামকৃষ্ণ বিদ্যামন্দিরে ফিল্ড ইউনিভার্সিটিগেটার পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিস্তারিত দেখে নেওয়া যাক।
পদের নাম: ফিল্ড ইনভেস্টিকেটর (Field Investigator)
শূন্যপদ: 2 টি।
নিয়োগ সংস্থা : রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় মঠ হাওড়া 711202
শিক্ষাগত যোগ্যতা:
- চাকরিপ্রার্থীকে অবশ্যই সোশ্যাল সাইন্স অথবা আর্টস এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
- হিস্ট্রি অফ বেঙ্গল এন্ড রিলিজিয়াস স্টাডিজ এ এক্সপার্ট হতে হবে। ডাটা কালেকশন,ডকুমেন্টেশন , তথ্য কম্পিউটারের স্টোর, স্থানীয় ভাষা জানতে হবে । সেই সঙ্গে ইংরেজি জানতে হবে । ট্রাভেল করার প্রণতা থাকতে হবে।
বেতন: 20000 টাকা প্রতি মাস।
সময়সীমা: ৬ মাস।
কি কি কাজ করতে হবে?
ফিল্ড ওয়ার্ক এর জন্য কোশ্চেনারী প্রস্তুত করতে হবে। ডাটা কালেকশন করতে হবে। ফিল্ড ওয়াক করতে হবে। তথ্য সংগ্রহ ও ফটোগ্রাফ গ্রহণ, প্রজেক্ট কো-অর্ডিনেটর যা যা নির্দেশ দেবেন সেই মত কাজ করতে হবে।
কিভাবে আবেদন করবেন?
- ফিড ইনভেস্টটিগেটর পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই নিজের বায়োডাটা, কভার লেটার ,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কন্টাক ডিটেলস, মোবাইল নম্বর, ইমেইল পাঠাতে হবে ইমেইল এর মাধ্যমে। ইমেলটি হল rkmvm.gmail.com এবং icssr@vidyamandira.ac.in
- ইন্টারভিউ এর সময় চাকরি প্রার্থীর সমস্ত সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য।
- এই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে। নিয়োগ প্রাপ্ত ব্যক্তি যদি তার কাজে সন্তুষ্ট করতে না পারেন তাহলে যে কোন সময় তার চাকরি বাতিল হতে পারে।
- আবেদনের শেষ তারিখ 16.09.2024
- আবেদনকারীদের মধ্য থেকে শর্ট লিস্ট করে ইন্টারভিউতে ডাকা হবে।
গুরুত্বপূর্ণ লিংক:
Official Notification: Click Here
Official website: Click here
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা রামকৃষ্ণ বিদ্যামন্দিরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে, সমস্ত তথ্য যাচাই করে, নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।
1 thought on “রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে (RKMVM Recruitment 2024) চাকরির সুযোগ! এখনই আবেদন করুন!”