বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ:Visva Bharati University Recruitment 2024!

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়( Visva Bharati University Recruitment 2024) ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ দিচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University Recruitment 2024)একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। যার খ্যাতি সারা বিশ্ব জুড়ে । এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করার স্বপ্ন সবারই থাকে । সেই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যোগা আর্টস এবং সাইন্স, বিনয় ভবন ,এই ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

চাকরির খবর: রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে চাকরির সুযোগ এখনই আবেদন করুন।

পদের নাম: গেস্ট টিচার/গেস্ট ফ্যাকাল্টি যোগা

ইন্টারভিউ: স্ব শরীরে উপস্থিত হতে হবে । আবার ভার্চুয়াল মোডেও ইন্টারভিউ হতে পারে।

তারিখ ও সময়: 26.09.2024 , সকাল 10 টা।

যোগ্যতা:

  1. যোগাতে পোস্ট গ্যাজুয়েটের ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যেকোনো ভারতীয় বা বিদেশী ইউনিভার্সিটি থেকে।

চাকরিপ্রার্থীকে অবশ্যই ইউজিসি সিএসআইআর নেট পাস করে থাকতে হবে। যারা ২০০৯ এবং ২০১৬ নিউ অনুযায়ী পিএইচডি করেছেন তারাও সুযোগ পাবেন।

অথবা

যেকোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ওর সঙ্গে ৫৫% নম্বর থাকতে হবে। ইউজিসির নিয়ম অনুযায়ী ২০০৯ অথবা ২০১৬ এর নিয়মে পিএইচডি করে থাকলে আবেদনযোগ্য।

বেতন:

প্রতিটি বিষয়ে লেকচারের জন্য 2500 টাকা দেওয়া হবে সর্বোচ্চ 50 হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে।

কতদিনের জন্য নিয়োগ হবে?

এক বছরের জন্য নিয়োগ হবে। তবে যতদিন না পার্মানেন্ট নিয়োগ হচ্ছে, ততদিন এই পদের চাকরি করা যাবে।

ফিজিক্যাল মোডে ইন্টারভিউ ঠিকানা:

প্রিন্সিপাল অফিস, বিনয় ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ ,ভারত।

ইন্টারভিউ এর সময় সমস্ত অরিজিনাল কপি ও সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

ভার্চুয়াল মোডে ইন্টারভিউ:

  1. ভার্চুয়াল মোডে ইন্টারভিউয়ের জন্য জুম অ্যাপ (Zoom app) ব্যবহার করা হবে। জুম লিংক পাবেন 25.09.24 তারিখে।
  2. চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনাদের আবেদনপত্র 24.09.24 তারিখের মধ্যে ইমেইল করতে হবে। ইমেইল হল dyas@visva-bharati.ac.in/principle_vb@visva-bharati.ac.in

গুরুত্বপূর্ণ লিংক:

Lecturer Notification

official website

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে, নিশ্চিত হয়ে ,তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

2 thoughts on “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ:Visva Bharati University Recruitment 2024!”

Leave a Comment