ভূগোল (Career in Geography) বিষয়টি অত্যন্ত জনপ্রিয়। ভূগোল নিয়ে পড়াশোনা করার প্রবণতা আজ বিদ্যমান। কারণ এই বিষয়টি কেবল একাডেমিক নয় চাকরি ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। ভূগোল নিয়ে পড়াশোনা করলে চাকরির সুবিধা, কোর্স খরচ, বেতন, ভবিষ্যৎ সম্পর্কে জেনে নেওয়া যাক
ভূগোল (Career in Geography) নিয়ে পড়াশোনা করে বর্তমানে চাকরির ক্ষেত্রেও দিন দিন বাড়ছে আর এই জন্য যে সমস্ত কোর্স গুলি করা উচিত! সেগুলি আগে দেখে নেওয়া যাক;
উচ্চমাধ্যমিকের পর বিভিন্ন ধরনের চাকরির সুযোগ
ভূগোল কোর্সের বিস্তারিত:
- স্নাতক (BA/ B.sc in Geography)
কোর্সের সময়কাল: 3 বছর।
যোগ্যতা: ভূগোল নিয়ে উচ্চ মাধ্যমিক পাস।
- স্নাতকোত্তর (MA/M.sc in Geography)
সময়কাল: 2 বছর।
যোগ্যতা: ভূগোল নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।
- PhD: (PhD in Geography)
সময়কাল: তিন থেকে পাঁচ বছর।
যোগ্যতা: ভূগোল নিয়ে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি সঙ্গে নেট/ সেট /জেআরএফ (NET/SET/JRF) কোয়ালিফাই করে থাকতে হবে।
- ডিপ্লোমা কোর্স:
কোর্সের সময়কাল: ছয় মাস থেকে এক বছর।
কোর্সের বিষয়: GIS, Remote Sensing, পরিবেশ সংরক্ষ, নগর পরিকল্পনা।
যোগ্যতা: ভূগোলে গ্রাজুয়েশন করে থাকতে হবে।
কোন কোন বিশ্ববিদ্যালয় ভূগোলে ভর্তি হওয়া যায়?
পশ্চিমবঙ্গের বহু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে ভূগোল নিয়ে পড়াশোনা করা যায়। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এছাড়া আরো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। বিস্তারিত জানতে গুগলের সার্চ করতে পারেন।
কোর্সের খরচ:
- স্নাতক: (BA/B.sc) 10000 থেকে 50000 টাকা প্রতি বছর।
- স্নাতকোত্তর:( MA/M.sc) 20000 থেকে 80000 টাকা প্রতি বছর।
- PhD: 30000 থেকে 100000 টাকা।
- ডিপ্লোমা কোর্স: 5000 থেকে 30000 টাকা। ভুগোল নিয়ে চাকরির বিস্তারিত তথ্য:
ভূগোল নিয়ে পড়াশোনা করি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়া যায় নিচে বিভিন্ন ধরনের চাকরির বিবরণ দেওয়া হলো
- শিক্ষকতা: মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ইউনিভারসিটির অধ্যাপক হওয়া যায়।
দায়িত্ব: শিক্ষার্থীদের ভূগোল বিষয়ে পড়ানো পাঠক্রম তৈরি ও পরীক্ষা নেওয়া।
যোগ্যতা: স্নাতক স্নাতকোত্তর, B.Ed ও পিএইচডি ডিগ্রি।
- গবেষক: (PhD) গবেষণা সহায়ক ও বিজ্ঞানী।
দায়িত্ব: বিভিন্ন প্রকল্পে গবেষণা করা, প্রতিবেদন তৈরি করা, গবেষণা প্রকাশনা।
যোগ্যতা: স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি।
- নগর পরিকল্পনাবিদ: নগর পরিকল্পনাবিদ বা জরিপকারী।
দায়িত্ব: নগর পরিকল্পনা প্রস্তুত করা, জরিপ কার্য করা।
যোগ্যতা: ভূগোলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী।
- GIS বিশেষজ্ঞ: GIS এনালিস্ট/ টেকনিশিয়ান
দায়িত্ব: ডাটা বিশ্লেষণ করা, মানচিত্র প্রস্তুত করা,GIS সফটওয়্যার বিশ্লেষণ করা।
যোগ্যতা : ভূগোলের স্নাতক স্নাতকোত্তর ও GIS,
- পরিবেশবিদ: পরিবেশ প্রকৌশলী ও পরিবেশ পরামর্শদাতা।
দায়িত্ব: পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে কাজ করা।
যোগ্যতা: ভূগোলে /পরিবেশ ভূগোল স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- ক্লাইমেট এনালিস্ট (জলবায়ু বিশারদ): জলবায়ু গবেষক, আবহাওয়া বিশেষজ্ঞ।
দায়িত্ব: আবহাওয়া তথ্য বিশ্লেষণ করা, জলবায়ুর পরিবর্তন নিয়ে গবেষণা করা।
যোগ্যতা: স্নাতক স্নাতকোত্তর (ভূগোল/ আবহাওয়া বিজ্ঞান)
- লজিস্টিক ও পরিবহন ব্যবস্থাপক:
দায়িত্ব: পণ্য পরিবহন ও বিতরণ পরিকল্পনা করা।
যোগ্যতা: স্নাতক ভূগোল।
বেতন:
- শিক্ষকতা: ৩০০০০ থেকে ৬০ হাজার টাকা
- গবেষক: 30000 থেকে 80000 টাকা।
- নগর পরিকল্পনাবিদ: 30000 থেকে 100000 টাকা।
- GIS বিশেষজ্ঞ: 30000 থেকে 70000 টাকা।
- পরিবেশবিদ:30000 থেকে 80000 টাকা।
- ক্লাইমেট এনালিস্ট (জলবায়ু বিশারদ): 30000 থেকে 120000 টাকা।
- লজিস্টিক ও পরিবহন ব্যবস্থাপক: 30000 থেকে 80000 টাকা।
ভূগোল নিয়ে পড়াশোনা করার পর বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তন পরিবেশ সুরক্ষায় শহরের পরিকল্পনা বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি এই পেশায় সুযোগ বৃদ্ধি পাচ্ছে।