wbsed : প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বার্তা !

wbsed : সম্প্রতি সমস্ত জুনিয়র হাই স্কুল, হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুল এর প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কড়া বার্তা জারি করা হয়েছে। এ নিয়ে আজ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কি বলা হয়েছে তা দেখে নেওয়া যাক।

অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ( DI) সেকেন্ডারি এডুকেশন, পশ্চিম মেদিনীপুর থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যার মেমো নম্বর 2427-S তারিখ: 22.08.2024

এই নোটিফিকেশনে পশ্চিম মেদিনীপুরের সমস্ত জুনিয়র হাই স্কুল, হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে- পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের (wbsed) কোন প্রোগ্রাম ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে কোন কাজে ছাত্রছাত্রীদের নিযুক্ত করা যাবে না।

শিক্ষক মহলের ধারণা সম্প্রতি আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছেন। সেই প্রতিবাদ মিছিল যা স্কুল ক্যাম্পাসের বাইরে দেখা যাচ্ছে। তাই ছাত্র ছাত্রীরা যাতে শিক্ষাদপ্তরের (wbsed) দ্বারা প্রেরিত কোন প্রোগ্রাম ছাড়া অন্য কোন প্রোগ্রামে যোগ দিতে না পারে তার জন্য এই নির্দেশিকা।

এ নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন- স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীরা কোন প্রোগ্রামে অংশগ্রহণ করবে বা করবে না , তা শিক্ষাদপ্তর (wbsed) ঠিক করে দিতে পারে না। ছাত্র-ছাত্রীদের কিছু ভাতা হয়তো দিচ্ছে সরকার । তাই বলে তাদের মাথা কিনে নিতে পারে না।

এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন – স্কুলের সময়ের বাইরে ছাত্র-ছাত্রীরা যদি বাবা মায়ের অনুমতি নিয়ে কোনো প্রোগ্রাম করেন, তাতে বাধা দেওয়ার অধিকার শিক্ষাদপ্তরের থাকতে পারে। এ নিয়ে শিক্ষাদপ্তর এখনও পর্যন্ত কোনও অর্ডার জারি করে নি । তবে এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডি আই এই নোটিফিকেশন জারি করেছে। তাই অবিলম্বে এই কালা সার্কুলার প্রত্যাহার করার দাবী জানাচ্ছি। আর জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবীতে আন্দোলন করছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। যা নিয়ে গোটা দেশ এমন কি বিশ্বে প্রতিবাদ মিছিল হচ্ছে। তার প্রভাব ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়েছে। তাই ছাত্র-ছাত্রীদেরকে এর থেকে বিরত থাকার অপচেষ্টা চলছে। এই নিয়ে আমরা চুপ থাকবো না।

নোটিফিকেশন টা ডাউনলোড করতে হলে দেখূন: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment