Assistant Professor: মৌলনা আবুল কালাম ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ!

Assistant Professor: শিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের মৌলনা আবুল কালাম ইউনিভার্সিটি। শূন্যপদ, আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা, ফি প্রভৃতি দেখে নেওয়া যাক। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতামান অনুযায়ী উল্লেখিত পদ গুলির জন্য আবেদন করতে পারেন।

পদের নাম: Assistant Professor

বিজ্ঞপ্তি নং: MAKAUT/ REG/Visiting Vacaulty/05 , তারিখ: 14.08.24

ভিজিটিং ফ্যাকাল্টি সায়েন্স ফর দ্য স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স এর অন্তর্গত বিভিন্ন বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ হবে।

যোগ্যতামান ফর ভিজিটিং ফ্যাকাল্টি সায়েন্স:

  1. PhD ডিগ্রি থাকতে হবে। সঙ্গে নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
  2. অভিজ্ঞতা থাকতে হবে UGC/AICTE/state govt নিয়ম অনুযায়ী।

অভিজ্ঞতা: নিম্নলিখিত বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

  1. মার্কেটিং (Marketing)
  2. অপারেশনস (Operations)
  3. বিজনেস অ্যানালিটিস (Business Analytics )
  4. হসপিটাল ম্যানেজমেন্ট (Hospital Management)
  5. ল (Law)

বেতন: ইউনিভার্সিটি নির্ধারণ করবে।

আরো পড়ুন, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ!

বয়সসীমা: ইউনিভার্সিটি ও রাজ্য সরকারের নিয়মানুযায়ী।

কিভাবে আবেদন করবেন?

আবেদন করার জন্য সি ভি (CV) পাঠাতে হবে। এই নির্দিষ্ট ঠিকানায়: The Registrar Moulana Abul Kalam Azad University of Technology, Haringhata, Nadia , 741249.

Email করবেন somsmakaut.vfrecruitment@gmail.com

Email এর সাবজেক্ট এ লিখবেন Application for visiting faculty Position in school of management science

গুরুত্বপূর্ণ তারিখ:

বিজ্ঞপ্তি তারিখ: 14.08.24

আবেদনের শেষ তারিখ: 29.08.24

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ডাউনলোড নোটিফিকেশনClick here
অফিসিয়াল ওয়েবসাইটচেক করুন
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment