Assistant Professor: শিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের মৌলনা আবুল কালাম ইউনিভার্সিটি। শূন্যপদ, আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা, ফি প্রভৃতি দেখে নেওয়া যাক। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতামান অনুযায়ী উল্লেখিত পদ গুলির জন্য আবেদন করতে পারেন।
পদের নাম: Assistant Professor
বিজ্ঞপ্তি নং: MAKAUT/ REG/Visiting Vacaulty/05 , তারিখ: 14.08.24
ভিজিটিং ফ্যাকাল্টি সায়েন্স ফর দ্য স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স এর অন্তর্গত বিভিন্ন বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ হবে।
যোগ্যতামান ফর ভিজিটিং ফ্যাকাল্টি সায়েন্স:
- PhD ডিগ্রি থাকতে হবে। সঙ্গে নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতা থাকতে হবে UGC/AICTE/state govt নিয়ম অনুযায়ী।
অভিজ্ঞতা: নিম্নলিখিত বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
- মার্কেটিং (Marketing)
- অপারেশনস (Operations)
- বিজনেস অ্যানালিটিস (Business Analytics )
- হসপিটাল ম্যানেজমেন্ট (Hospital Management)
- ল (Law)
বেতন: ইউনিভার্সিটি নির্ধারণ করবে।
আরো পড়ুন, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ!
বয়সসীমা: ইউনিভার্সিটি ও রাজ্য সরকারের নিয়মানুযায়ী।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য সি ভি (CV) পাঠাতে হবে। এই নির্দিষ্ট ঠিকানায়: The Registrar Moulana Abul Kalam Azad University of Technology, Haringhata, Nadia , 741249.
Email করবেন somsmakaut.vfrecruitment@gmail.com
Email এর সাবজেক্ট এ লিখবেন Application for visiting faculty Position in school of management science
গুরুত্বপূর্ণ তারিখ:
বিজ্ঞপ্তি তারিখ: 14.08.24
আবেদনের শেষ তারিখ: 29.08.24
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
ডাউনলোড নোটিফিকেশন | Click here |
অফিসিয়াল ওয়েবসাইট | চেক করুন |