Utsashree Portal Mutual transfer Application: দীর্ঘ আড়াই বছর পর উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার পর আবার চালু হলো । তবে এখনই জেনারেল ট্রান্সফারে আবেদন করা যাবে না। কেবলমাত্র প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষকরা ও শিক্ষাকর্মীরা মিউচুয়াল ট্রান্সফার বা আপোষ বদলির জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে? কিভাবে সমস্ত প্রক্রিয়া চলবে, বিস্তারিত দেখে নেওয়া যাক।
সূচিপত্র
উৎসশ্রী পোর্টাল নোটিফিকেশন
এর আগে বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্য দিয়েছিলাম উৎসশ্রী পোর্টাল চালু নিয়ে, তা হুবহু মিলে গেল । আমরা জানিয়েছিলাম উৎসশ্রী পোর্টাল চালু হবে, তবে শুধু মিউচুয়াল ট্রান্সফার দিয়ে। পরবর্তীকালে জেনারেল ট্রান্সফার শুরু হবে। সেই মোতাবেক আজ মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে পোর্টাল চালু ও জেনারেল ট্রান্সফারের জন্য আগামী জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে এ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে । দীর্ঘ আড়াই বছর ধরে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার ফলে শিক্ষক, শিক্ষাকর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এতে যেমন সময় ব্যয় হয়েছে, তেমনি অর্থের অপচয় হয়েছে। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল খুবই গ্রহণযোগ্য ভাবে কাজ করে। খুবই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হয় এই পোর্টালের মাধ্যমে।
এসএসসির প্রধান শিক্ষক নিয়োগের অনলাইন মক টেস্ট দেখে নিন
কিভাবে আবেদন করতে হবে?
উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করার জন্য প্রথমে আপনাকে উৎসশ্রী পোর্টালে আসতে হবে। ওয়েবসাইটটি হল: www.banglarshiksha.gov.in/Utsashree লিখে গুগলে সার্চ করলেই পোর্টালটি খুলে যাবে।
- প্রথমে লগইন করতে হবে। লগইন করার জন্য Apply For Transfer এই অপশনে ক্লিক করবেন।
- এরপর একটি উইন্ডো খুলবে যেখানে OSMS type থেকে Primary/Secondary option choice করবেন। প্রাথমিক শিক্ষক হলে প্রাইমারি এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষক হলে সেকেন্ডারি অপশনটি চয়েস করবেন।
- এরপর আপনার টিচার ইউনিক কোডটি পুট করবেন। যদি আপনি প্রাইমারি শিক্ষক হন তাহলে আপনার টিচার ইউনিক কোড এর আগে ক্যাপিটাল P যোগ করবেন আর সেকেন্ডারি টিচার হলে ক্যাপিটাল S যোগ করবেন।
- তারপর আপনার প্যান কার্ড নম্বরটি পুট করবেন।
- এরপর ক্যাপচা কোড দেওয়া থাকবে, তা দেখে দেখে শূন্যস্থানে ক্যাপচা কোড পুট করতে হবে এবং সবশেষে লগইন অপশনে ক্লিক করবেন।
- লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নম্বর বা ইমেল আইডিতে একটি otp যাবে। সেই ওটিপি পুট করে দিলেই আপনি উৎসশ্রী পোর্টাল প্রবেশ করে যাবেন।
- সেখান থেকে মিউচুয়াল ট্রান্সফার অপশনটি চয়েস করবেন। এখান থেকে আপনি আপনার মিউচুয়াল পার্টনার খুঁজে পাবেন। এরপর আপনার মিউচুয়াল পার্টনারের সঙ্গে কথা বলে রাজি হলে তারপর রিকোয়েস্ট সেন্ড করবেন। রিকুয়েস্ট সেন্ড করার পরে সরাসরি এসএসসি কাছে পৌঁছবে এবং কয়েক দিনের মধ্যে আপনাদের মিউচুয়াল ট্রান্সফার রিকমেন্ডেশন জারি হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ট্রান্সফার হওয়া স্কুলে জয়েন করতে পারবেন।
যে কাজটি ভুলেও করা যাবে না।
মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে যে কাজটি সবচেয়ে বেশি ভুল হয় সেটা হলো এখানে মিউচুয়াল ট্রান্সফার পার্টনার সার্চ করতে করতে অনেকের সেন্ড রিকোয়েস্ট অপশানে হাত পড়ে যায়। ফলে তিনিও যদি ভুল করে আপনার রিকোয়েস্টটি একসেপ্ট করে ফেলেন । তাহলে আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি মিউচুয়াল ট্রান্সফারে রাজি হয়ে গেলেন। এর ফল কিন্তু খারাপ হয়। কারণ ট্রান্সফার অর্ডার জারি হয়ে যায়। এবার যেহেতু ভুলবশত আপনি এই কাজটি করেছেন, তাই ট্রান্সফার রেকমেন্ডেশন রিজেক্ট করে দেন, ফলে আপনাকে আরো সাত বছর উৎসশ্রী পোর্টাল লক করে দেয় আর আপনি কোন ট্রান্সফাররে আবেদন করতে পারেন না। সেই জন্য বলব খুব সাবধানে এই কাজগুলি করবেন যাতে এই সমস্যাগুলি না হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |