PGCIL Apprentice Recruitment: পাওয়ার গ্রিড কর্পোরেশনে চাকরি, আবেদন করুন!

PGCIL Apprentice Recruitment: পশ্চিমবঙ্গ ও সিকিমে পাওয়ার গ্রিড কর্পোরেশনে বিভিন্ন শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এ নিয়ে PGCIL বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতামান অনুযায়ী আবেদন করতে পারবেন।শূন্যপদ, অনলাইন আবেদন, নিয়োগ পদ্ধতি ফি ইত্যাদি দেখে নেওয়া যাক;

পদের নাম: PGCIL Apprentice ।

শূন্যপদ: 58 টি।

শিক্ষাগত যোগ্যতা: PGCIL Apprentice Recruitment এর বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতার জন্য নোটিফিকেশন টি ভালো করে দেখে নিন। নিচে লিঙ্ক দেওয়া আছে।

বয়সসীমা: PGCIL Apprentice পদে নিয়োগের জন্য নূন্যতম বয়স 18 বছর হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু হচ্ছে: 20.08.24 থেকে।

অনলাইন আবেদন এর শেষ তারিখ: 08.09.24

পশ্চিমবঙ্গে PGCIL Apprentice শূন্যপদের বিবরণ:

পদের নাম শূন্যপদযোগ্যতা
ITI Electrician10ITI (Electrical Trade)
Diploma (Electrical)10Electrical engineering
Diploma (Civil)5Civil Engineering
Graduate (Electical)10BE/B.Tech/B.sc Electrical
Graduate (Civil)5BE/B.Tech/B.sc Civil
Graduate (Electronic /Telecom)2BE/B.Tech/B.sc Electronic/tele
HR (Executive)2MBA/PG Diploma
CSR (Executive)2MSW
Graduate (Computer science)2BE/B.Tech/B.sc ( Computer Science)
Law (Executive)1Any degree/LLB
Rajbhasha Assistant1BA (hindi)
West Bengal PGCIL Apprentice Recruitment vacancy

সিকিমে PGCIL Apprentice শূন্যপদের বিবরণ:

পদের নামশূন্যপদযোগ্যতা
Diploma (Electrical)2Electrical engineering
Diploma (Civil)2Civil Engineering
Graduate (Civil)2BE/B.Tech/B.sc Civil
Graduate (Electical)2BE/B.Tech/B.sc Electronic/tele
sikkim PGCIL Apprentice vacancy Details

গুরুত্বপূর্ণ লিঙ্ক

নোটিফিকেশনClick here
অনলাইন আবেদনচেক করুন
অফিসিয়াল ওয়েবসাইটচেক করুন

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা PGCIL এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment