PGCIL Apprentice Recruitment: পশ্চিমবঙ্গ ও সিকিমে পাওয়ার গ্রিড কর্পোরেশনে বিভিন্ন শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এ নিয়ে PGCIL বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতামান অনুযায়ী আবেদন করতে পারবেন।শূন্যপদ, অনলাইন আবেদন, নিয়োগ পদ্ধতি ফি ইত্যাদি দেখে নেওয়া যাক;
পদের নাম: PGCIL Apprentice ।
শূন্যপদ: 58 টি।
শিক্ষাগত যোগ্যতা: PGCIL Apprentice Recruitment এর বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতার জন্য নোটিফিকেশন টি ভালো করে দেখে নিন। নিচে লিঙ্ক দেওয়া আছে।
বয়সসীমা: PGCIL Apprentice পদে নিয়োগের জন্য নূন্যতম বয়স 18 বছর হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হচ্ছে: 20.08.24 থেকে।
অনলাইন আবেদন এর শেষ তারিখ: 08.09.24
পশ্চিমবঙ্গে PGCIL Apprentice শূন্যপদের বিবরণ:
পদের নাম | শূন্যপদ | যোগ্যতা |
ITI Electrician | 10 | ITI (Electrical Trade) |
Diploma (Electrical) | 10 | Electrical engineering |
Diploma (Civil) | 5 | Civil Engineering |
Graduate (Electical) | 10 | BE/B.Tech/B.sc Electrical |
Graduate (Civil) | 5 | BE/B.Tech/B.sc Civil |
Graduate (Electronic /Telecom) | 2 | BE/B.Tech/B.sc Electronic/tele |
HR (Executive) | 2 | MBA/PG Diploma |
CSR (Executive) | 2 | MSW |
Graduate (Computer science) | 2 | BE/B.Tech/B.sc ( Computer Science) |
Law (Executive) | 1 | Any degree/LLB |
Rajbhasha Assistant | 1 | BA (hindi) |
সিকিমে PGCIL Apprentice শূন্যপদের বিবরণ:
পদের নাম | শূন্যপদ | যোগ্যতা |
Diploma (Electrical) | 2 | Electrical engineering |
Diploma (Civil) | 2 | Civil Engineering |
Graduate (Civil) | 2 | BE/B.Tech/B.sc Civil |
Graduate (Electical) | 2 | BE/B.Tech/B.sc Electronic/tele |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
নোটিফিকেশন | Click here |
অনলাইন আবেদন | চেক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | চেক করুন |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা PGCIL এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।