Surplus Teacher Transfer Court Case: সারপ্লাস শিক্ষক আন্ত:জেলা ট্রান্সফার পেলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে। এমন একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি হয়েছে। উৎসশ্রী পোর্টাল (utsashree Portal )বন্ধ থাকার জন্য যাবতীয় ট্রান্সফার প্রক্রিয়া কোর্ট কেসের মাধ্যমে হচ্ছে। নতুন বছরের উৎসশ্রী পোর্টাল খোলার কথা থাকলেও এখনো পোর্টাল চালু হয়নি। সারপ্লাস টিচার কিভাবে ট্রান্সফার পেলেন দেখে নিন।
মিনারা সুলতানা বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর করা মামলায় (কোর্ট কেস নম্বর WPA 24773 of 2024) শিক্ষিকা মিনারা সুলতানা একজন সারপ্লাস শিক্ষক তিনি দক্ষিণ চব্বিশ পরগনা অরুন নগর এফপি স্কুলের শিক্ষিকা, করঞ্জলি সার্কেলের অন্তর্গত।
ঐ শিক্ষিকা করঞ্জলী সার্কেলের অন্তর্গত একটি স্কুলে ট্রান্সফারের জন্য ২৭ শে জুলাই ২০২৪ সালে আবেদন করেন কিন্তু সাব-ইন্সপেক্টর অফ স্কুল জানান যে একই সার্কেলে চাকরি করার জন্য তার ট্রান্সফারের করা আবেদন মঞ্জুর করা হয়নি। ফলে ওই শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু ও শিক্ষিকার আবেদন যাচাই করে ট্রান্সফারের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ডিপিএসসিকে নির্দেশ দেন যে , এই অর্ডার পাওয়ার পর আগামী ছয় সপ্তাহের মধ্যে ঐ শিক্ষিকাকে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। এই মামলায় মিনারা সুলতানার আইনজীবী হিসেবে ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |