যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানের ডাক| Justice for Untainted Teachers wbcssc 2016

Justice for Untainted Teachers wbcssc 2016: ২০১৬ সালে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরা এবার বিকাশ ভবন অভিযানের ডাক দিল। আগামী ৭ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ২০১৬ সালের নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মামলার শুনানি রয়েছে। এর পূর্বে হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছে। তাই সুপ্রিমকোর্ট যাতে সেই পথে না হাটে, তার জন্য গত ২৭ ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছে। এবার বিকাশ ভবন অভিযানের ডাক দিল যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীরা।

সিবিআই ও বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী নবম দশম স্তরের অযোগ্য ভাবে নিযুক্ত করা হয়েছে 8.5% এবং একাদশ দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগে দুর্নীতি রয়েছে 14.47% । এই স্বল্প পরিমাণ দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করা হয়েছে। তাদের প্রশ্ন যারা যোগ্যভাবে নিযুক্ত হয়েছেন তাদের চাকরি কেন যাবে? যারা স্বচ্ছ ভাবে নিযুক্ত হয়েছেন, তারা যাতে সসম্মানে তাদের স্কুলে কাজ করতে পারেন, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে বারবার মানবিক আবেদন করেছে।

সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে দেখে নিন

এই প্রচন্ড শীতের মধ্যে রাত জেগে ধরনা অবস্থান করছেন ২০১৬ সালে নিযুক্ত যোগ্য শিক্ষিকারা। নতুন বছর তারা ব্ল্যাক ডে পালন করেছে। ইতিপূর্বে এসএসসির দপ্তরে ডেপুটেশন দিয়েছেন কিন্তু সেখান থেকে আশানুরূপ কোনো ভালো খবর পাননি। তাই এবার বিকাশ ভবন অভিযানের ডাক দিল আগামীকাল অর্থাৎ ৩রা জানুয়ারি ২০২৫ বিকাশ ভবন অভিযান হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। এর জন্য সকল যোগ্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীদের করুণাময়ী বাসস্ট্যান্ডে সকাল 11 টায় উপস্থিত হতে বলা হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীদের কাছে আহবান করা হয়েছে তারা যেন বাড়িতে বসে না থাকেন । প্রত্যেকে যেন এই অভিযানে অংশগ্রহণ করেন। বর্তমানে একটা চাকরি মানে চাঁদ হাতে পাওয়া। যোগ্যভাবে নিযুক্ত হয়ে তাই চাকরি হারা হতে কেউই চান না। অতএব সবাইকেই এই অভিযানে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ৭ই জানুয়ারি সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে। সেই রায় যেন যোগ্য শিক্ষকদের পক্ষে যায় সেটাই কামনা সবার । তাই জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে তারা আবেদন করেছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষক সংগঠনের কাছে আবেদন করেছেন। এ আন্দোলনে যেন তাদের পাশে থাকে সবাই।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment