West Bengal health Recruitment 2024: জেলার স্বাস্থ্য দপ্তরের চাকরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন! আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
সূচিপত্র
পদের নাম :
কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং (সুবিধা) পদ , কুক কাম কোয়ারটেকার পদ , যক্ষা স্বাস্থ্য পরিদর্শক ( TBHV) পদ , সিনিয়র ল্যাবরেটরী টেকনিশিয়ান পদ , পরিচালক (মহিলাদের জন্য) পদ ।
মোট শূন্য পদ :
মোট ৯টি শূন্য পদ রয়েছে।
- কনসাল্টেন্ট কোয়ালিটি মনিটরিং (সুবিধা) : এই পদের জন্য মোট ১টি শূন্য পদ রয়েছে।
- কুক কাম কোয়ারটেকার : এই পদের জন্য মোট ১ টি শূন্য পদ রয়েছে।
- যক্ষা স্বাস্থ্য পরিদর্শক ( TBHV) : এই পদের জন্য মোট ১ টি শূন্য পদ রয়েছে।
- সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান : এই পদের জন্য মোট ১ টি শূন্যপদ রয়েছে।
- পরিচারক(মহিলাদের জন্য): এই পদের জন্য মোট ৪ টি শূন্য পদ রয়েছে।
- চিকিৎসা সমাজকর্মী : এই পদের জন্য মোট ১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যা নিম্নে আলোচনা করা হলো –
কনসাল্টেন্ট কোয়ালিটি মনিটরিং (সুবিধা) পদ : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীর অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ডেন্টাল/লাইফ সাইন্স/নার্সিং /সামাজিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে । এছাড়াও তার সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আলিয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে কর্মী নিয়োগ আবেদন করুন
কুক কাম কোয়ারটেকার ( মহিলাদের জন্য) পদ : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারী কে অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক উত্তির্ন হতে হবে।
যক্ষা স্বাস্থ্য পরিদর্শক ( TBHV) পদ : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই যেকোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিশেষ নাটক ডিগ্রী অর্জন করতে হবে এর সাথে সাথে কম্পিউটার সার্টিফিকেট ও অর্জন করতে হবে।
সিনিয়র ল্যাবরেটরী টেকনিশিয়ান : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে ।এর সঙ্গে সঙ্গে এক বছরে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে।
পরিচারক (মহিলাদের জন্য) পদ : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই যেকোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
চিকিৎসা সমাজকর্মী পদ : এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই যেকোনো একটি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিএসসি এবং বিএ ডিগ্রী অর্জন করতে হবে।
বয়স সীমা :
এই পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি :
এই পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর জন্য আবেদন ফি র ছাড় আছে। সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
বেতন :
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতনের বিস্তার রয়েছে , যা নিম্নে আলোচনা করা হলো –
কনসাল্টেন্ট কোয়ালিটি মনিটরিং (সুবিধা) : এই পদের মাসিক বেতন ৩৫,০০০ টাকা ।
কুক কাম কোয়ারটেকার : এই পদের মাসিক বেতন ৮,০০০ টাকা ।
যক্ষা স্বাস্থ্য পরিদর্শক ( TBHV) : এই পদের মাসিক বেতন ১৮,০০০ টাকা।
সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান : এই পদের মাসিক বেতন ২৫,০০০ টাকা ।
পরিচারক(মহিলাদের জন্য): এই পদের মাসিক বেতন ৫,০০০ টাকা।
চিকিৎসা সমাজকর্মী : এই পদের মাসিক বেতন ১৮,০০০ টাকা ।
আবেদন প্রক্রিয়া :
আবেদন প্রক্রিয়াটি অনলাইনে মাধ্যমে হচ্ছে। সর্বপ্রথম এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটিকে খুলুন । এর পর হোমপেজে প্রবেশ করে অনলাইন আবেদন লিংকটির সন্ধান করুন। তারপর সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে ফর্মটিকে সঠিকভাবে পূরণ করুন এবং ফর্ম এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলিকে স্ক্যান করে আপলোড করুন। এর সাথে বিজ্ঞপ্তিতে দেওয়া অনুযায়ী আবেদন ফি টি জমা করুন। এভাবেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
নির্বাচন প্রক্রিয়া :
জেলার স্বাস্থ্য দপ্তরে নির্বাচন প্রক্রিয়াটি তিনটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে টি হল লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউ এর সফলভাবে পাশ করলেই চাকরির জন্য নির্বাচিত হবে যোগ্য প্রার্থীরা।
আবেদনের সময়সীমা:
আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া টি ২৮ শে নভেম্বর ২০২৪ তারিখের শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া টি শেষ হবে ২৪ শে ডিসেম্বর ২০২৪ তারিখে।
গুরুত্বপূর্ণ লিংক
Official website: Click Here