WB teacher Recruitment 2024:রামকৃষ্ণ বেদান্ত মিশনে নার্সারি এবং মাধ্যমিক স্কুলের জন্য শিক্ষক নিয়োগ।

WB teacher Recruitment 2024:বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করবে রামকৃষ্ণ বেদান্ত মিশন। এই মর্মে আগ্রহী চাকরি প্রার্থীরা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাড়াতাড়ি আবেদন করতে পারেন।

ESIC faculty Teacher Recruitment ,আবেদন করুন

১.পদের নাম:

নার্সারি এবং মাধ্যমিক স্কুলে শিক্ষক

২. শিক্ষাগত যোগ্যতা:

নার্সারি স্কুলে শিক্ষক: নার্সারি স্কুলে পড়ানোর জন্য নূন্যতম যোগ্যতা উচ্ছমাধ্যমিক পাস হতে হবে।

মাধ্যমিক স্কুলের শিক্ষক: মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য শিক্ষককে ইংরেজি ও বিজ্ঞান বিভাগের স্নাতক হওয়া বাধ্যতামূলক। এর অধিক শিক্ষকতা যোগ্যতা থাকলেও আবেদন করতে পারে।

৩. বয়স সীমা:

পরীক্ষার্থীরা সর্বোচ্চ 42 বছর বয়স অবধি আবেদন করতে পারেন।

৪. গুরুত্বপূর্ণ বিষয় :

ইচ্ছুক প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র ও পাসপোর্ট সাইজ ছবি এবং অধিক শিক্ষাগত যোগ্যতার ছবি ডাকযোগে মিশনের উপরিউক্ত ঠিকানায় অথবা মিশনের E-mail এ তাঁদের বায়োডাটা পাঠাতে পারবেন।

৫. আবেদনের পদ্ধতি:

আবেদনের শেষ সময় সীমা ২০/১১/২০২৪
E-mail: rkvmissionoffice@gmail.com
RAMAKRISHNA VEDANTA MISSION
Vivekananda Road, P.O.: Vivekanandapur,
PS Kalitala Ashuti, Kolkata – 700 141,
West Bengal, India
Phone : 033-2488 1429 / 1022
Mobile : 9007341111/9432328251 / 8902753222

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now