WB teacher Recruitment 2024:বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করবে রামকৃষ্ণ বেদান্ত মিশন। এই মর্মে আগ্রহী চাকরি প্রার্থীরা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাড়াতাড়ি আবেদন করতে পারেন।
ESIC faculty Teacher Recruitment ,আবেদন করুন
১.পদের নাম:
নার্সারি এবং মাধ্যমিক স্কুলে শিক্ষক
২. শিক্ষাগত যোগ্যতা:
নার্সারি স্কুলে শিক্ষক: নার্সারি স্কুলে পড়ানোর জন্য নূন্যতম যোগ্যতা উচ্ছমাধ্যমিক পাস হতে হবে।
মাধ্যমিক স্কুলের শিক্ষক: মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য শিক্ষককে ইংরেজি ও বিজ্ঞান বিভাগের স্নাতক হওয়া বাধ্যতামূলক। এর অধিক শিক্ষকতা যোগ্যতা থাকলেও আবেদন করতে পারে।
৩. বয়স সীমা:
পরীক্ষার্থীরা সর্বোচ্চ 42 বছর বয়স অবধি আবেদন করতে পারেন।
৪. গুরুত্বপূর্ণ বিষয় :
ইচ্ছুক প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র ও পাসপোর্ট সাইজ ছবি এবং অধিক শিক্ষাগত যোগ্যতার ছবি ডাকযোগে মিশনের উপরিউক্ত ঠিকানায় অথবা মিশনের E-mail এ তাঁদের বায়োডাটা পাঠাতে পারবেন।
৫. আবেদনের পদ্ধতি:
আবেদনের শেষ সময় সীমা ২০/১১/২০২৪
E-mail: rkvmissionoffice@gmail.com
RAMAKRISHNA VEDANTA MISSION
Vivekananda Road, P.O.: Vivekanandapur,
PS Kalitala Ashuti, Kolkata – 700 141,
West Bengal, India
Phone : 033-2488 1429 / 1022
Mobile : 9007341111/9432328251 / 8902753222