NCERT Recruitment 2024: NCERT সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

NCERT Recruitment 2024: ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ওরফে এনসিআরটি সংস্থায়। পাবলিকেশন বা প্রকাশনী বিভাগে কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

সহকারি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি এখনই আবেদন করুন

১. পদের নাম : ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এন্ড ট্রেনিং সংস্থা হেড অফ পাবলিকেশন ডিপার্টমেন্ট পদ।

২. শূন্যপদ :

এই পদের জন্য শূন্য পদ কত রয়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি।

. বয়স সীমা :

এই পদে আবেদনের জন্য আগ্রহীপ্রার্থীর বয়স ৫৬ বছরে বেশি হওয়া যাবে না ।

৪. শিক্ষাগত যোগ্যতা :

এই পদের জন্য আবেদনকারী কে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাস করে থাকতে হবে। এছাড়াও পাবলিক প্রক্রিয়ার্মেন্ট , মার্কেটিং , সেলস , প্রিন্টিং ওয়ার্ক, প্রোডাকশন ইত্যাদি রকম কাজের ক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । ম্যানেজমেন্টে প্রার্থী ডিগ্রী থাকলে তা অবশ্যই সর্বাগ্রে প্রাধান্য পাবে , যেমন – বুক পাবলিশিং, বুক প্রোডাকশন এর ওপর ডিপ্লোমা থাকলেও প্রার্থীরা সমস্ত দিক দিয়ে প্রাধান্য পাবে ।

৫. বেতন :

এই পদে নির্বাচিত প্রার্থীরা লেভেল ১২ অনুযায়ী বেতন পাবেন। অর্থাৎ তাদের মাসিক বেতন শুরু হবে ৭৮,৮০০ টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন হবে ২ লক্ষ্য ৯ হাজার ২০০ টাকা ।

৬. কাজের ধরন :

এটি কোন স্থায়ী চাকরি নয় কেবলমাত্র চুক্তির ভিত্তিতেই ডেপুটেশনের কাজ করতে হবে এই সংস্থায়। এই পদে কাজটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য চাকরি চুক্তি করা হবে তারপর সংস্থার প্রয়োজন এবং প্রার্থীর কাজের নানান রকম দক্ষতা অনুযায়ী এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়।

Leave a Comment

WhatsApp channel Join Now