Union bank of India Recruitment 2024: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) 1500 লোকাল ব্যাংক অফিসার পদে (Local Bank officer) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে কিভাবে আবেদন করবেন দেখে নিন।
299 সহকারি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি এখনই আবেদন করুন
পদের নাম: লোকাল ব্যাংক অফিসার (Local Bank officer)
মোট শূন্যপদ: 1500 টি।
বয়স সীমা:
লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের জন্য বয়সের সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হলো;
নূন্যতম বয়সসীমা কুড়ি বছর হতে হবে।
সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে।
সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
ইউনিয়ন ব্যাংকে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীকে যে কোন শাখায় গ্রাজুয়েট হতে হবে।
আবেদন ফি:
লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ও ওয়ালেটের মাধ্যমে।
UR/EWS/OBC চাকরিপ্রার্থীদের জন্য ৮৫০ টাকা জমা করতে হবে এর সঙ্গে জিএসটি দিতে হবে।
SC/ST/PWBD চাকরিপ্রার্থীদের জন্য ১৭৫ টাকা জমা করতে হবে, সঙ্গে জিএসটি দিতে হবে।
শূন্য পদের বিবরণ:
রাজ্যের নাম | শূন্য পদ |
Andrapradesh | 200 |
Assam | 50 |
Gujrat | 200 |
Karnataka | 300 |
kerala | 100 |
Maharashtra | 50 |
Odisha | 100 |
Tamilnadu | 200 |
Telangana | 200 |
West Bengal | 100 |
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24.10.24
অনলাইন আবেদনের শেষ তারিখ: 13.11.24
গুরুত্বপূর্ণ লিংক:
Union bank of India Recruitment Notification PDF
Official website: Click here
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা ইউনিয়ন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবে আবেদন করবেন।