Surplus Teacher Transfer Update: পুজোর পর শুরু হচ্ছে শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার, 900 তালিকা তৈরি:

Surplus Teacher Transfer Update: উৎসশ্রী পোটাল (Utsashree Portal) বন্ধ থাকলেও শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার (surplus Teacher Transfer) শীঘ্রই শুরু হতে চলেছে। যা নিয়ে আতঙ্কে রয়েছেন বহু শিক্ষকরা! পুজোর পরে সারপ্লাস ট্রান্সফার শুরু হয়ে যাবে। কিন্তু এই ট্রান্সফারের নিয়ম কি থাকবে?

অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার সংক্রান্ত সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ অর্ডার দেখে নিন

২০২২ সাল থেকে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে। যার ফলে অনলাইন মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যেটুকু ট্রান্সফার প্রক্রিয়া চলছে তা হাইকোর্টের নির্দেশের মাধ্যমে। কিন্তু এরই মধ্যে শিক্ষকদের স্যারপ্লাস ট্রান্সফার (surplus Teacher Transfer) নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল মহাশয়ের সঙ্গে, স্যারপ্লাস ট্রান্সফার নিয়ে তিনি কি জানিয়েছেন দেখে নেওয়া যাক।

সম্প্রতি সারপ্লাস ট্রান্সফার (surplus Teacher Transfer) নিয়ে সুপ্রিমকোর্ট থেকে একটি অর্ডার জারি হয়েছে । যেখানে পরিষ্কার জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন যদি মনে করে শিক্ষার স্বার্থে যে কোন শিক্ষককে যে কোন স্কুলে বদলি করতে পারবেন। ২০২৩ সালে স্যার প্লাস ট্রান্সফার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। স্কুল সার্ভিস কমিশন ৬০০ উপরে শিক্ষককে সারপ্লাস ট্রান্সফার করেছিলেন সেই নিয়ে মামলা করেছিলেন একটি শিক্ষক সংগঠন। তবে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের এই ট্রান্সফার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেননি বা স্কুল সার্ভিস কমিশনের কোন ত্রুটি তারা দেখতে পাননি। ফলে মামলাটি সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায়। সুপ্রিমকোর্ট, হাইকোর্টের ওই রায়কে মান্যতা দিয়েছে। ফলে স্কুল সার্ভিস কমিশনের হাতে সারপ্লাস ট্রান্সফারের একটা পোক্ত ক্ষমতা এসেছে। তাই শিক্ষক মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোন শিক্ষককে যেকোনো জায়গায় বদলি করা হতে পারে এই নিয়ে।

এ নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মন্ডল বলেন – আমরা অনেক আগেই বলেছিলাম সারপ্লাস ট্রান্সফার (Surplus Teacher Transfer) নিয়ে সুপ্রিম কোর্টে না গিয়ে শিক্ষাদপ্তরের সঙ্গে বসে ব্যাপারটা মিটিয়ে নেওয়া ভালো। কিন্তু সে বিষয়ে শিক্ষক সংগঠন কোন পদক্ষেপ করেনি। এখন আমরা চাইছি শিক্ষা দপ্তর মানবিক হোক। সারপ্লাস ট্রান্সফার হোক নির্দিষ্ট নিয়ম নীতি মেনে।

৬০০ এর উপরে শিক্ষক যারা অলরেডি সারপ্লাস ট্রান্সফার (surplus Teacher Transfer) পেয়েছেন। তাদের মধ্যে প্রায় একশোর উপরে শিক্ষক এর ট্রান্সফার অর্ডার এস এস সি নিজেই বাতিল করেছে। এখন প্রায় 500 কাছাকাছি শিক্ষক রয়েছেন যাদের পুনরায় ট্রান্সফারের জন্য অর্ডার দিতে পারে কোন সার্ভিস কমিশন। ইতিমধ্যে কমিশনের ট্রান্সফার অর্ডার পেয়ে বহু শিক্ষক বহু স্কুলে জয়েনও করেছেন। কিন্তু বেশিরভাগ শিক্ষক জয়েন করেননি ,এবার তাদেরকে জয়েন করতে বাধ্য করা হয় কিনা সেটা এখন দেখার বিষয়।

তবে এই নিয়ে স্বপন মণ্ডল বলেন কালীপুজোর পর স্যারপ্লাস ট্রান্সফার নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা মিটিংয়ে বসবেন। সেখানেই স্থির হবে উক্ত শিক্ষকদের ট্রান্সফারের রেকমন্ডেশন দেওয়া হবে কিনা। এ নিয়ে শিক্ষাদপ্তরের আধিকারিকদের মধ্যেও দ্বিধা বিভক্ত। কিছু কিছু আধিকারিক চান সুপ্রিম কোর্টের অর্ডার মেনে এই ট্রান্সফার প্রক্রিয়ার চলুক আর কিছু কিছু আধিকারিক চান এই ট্রান্সফার প্রক্রিয়াকে ব্যাপক রূপ না দিতে। কারণ কোন শিক্ষককে জোর করে ট্রান্সফার (Teacher Transfer) করা হলে তিনি যে স্কুলে ট্রান্সফার হবেন সেখানে সুস্থ মানসিকভাবে শিক্ষকতা করতে পারবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে আধিকারিকদের উপর। এখন দেখা যাক কালী পূজার মিটিং এর পর কি সিদ্ধান্ত নেওয়া হয়।

আপাতত যেটুকু জানা যাচ্ছে স্যারপ্লাস ট্রান্সফার (surplus Transfer) প্রক্রিয়া ইন্টার ডিস্ট্রিক্ট হবে অর্থাৎ একই জেলার অভ্যন্তরে সারপ্লাস টিচারদের এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার দেওয়া হবে। এক্ষেত্রে আবার প্রশ্ন থেকে যাচ্ছে একটা জেলার আয়তন কম নয় । ধরুন কলকাতার কোন শিক্ষককে সাগরদ্বীপ অথবা সুন্দরবন এ ট্রান্সফার করা হলে তিনি প্রতিদিন যাতায়াত করে স্কুল করতে পারবেন না। যাতায়াতেই যদি সমস্ত শক্তি ক্ষয় হয় তাহলে স্কুলে গিয়ে তিনি ছাত্রদের পড়াবেন কিভাবে?

তবে জানা যাচ্ছে যে প্রথমে নিজস্ব সাব ডিভিশনে ট্রান্সফারের ব্যবস্থা করা হতে পারে। নিজস্ব সাব ডিভিশনে যদি স্কুল না থাকে তাহলে পার্শ্ববর্তী সাব ডিভিশনের স্কুলে ওই সারপ্লাস শিক্ষককে (wb Teacher Transfer) ট্রান্সফার করা হবে। মোটামুটি বর্তমান স্কুল থেকে ২৫ /৩০ কিলোমিটারের মধ্যে ট্রান্সফারের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে।

তিনি আরো জানান সারপ্লাস ট্রান্সফার শুরু হবে এবং শিক্ষকদের কাউন্সিলিংয়ের মাধ্যমে ট্রান্সফার (Teacher Transfer) দেওয়ার ব্যবস্থা করা হবে । এমনই ভাবা হচ্ছে, তবে সেই সম্ভাবনা যে খুব প্রবল তা নয়। কাউন্সিলিং হলে কোন শিক্ষক তার বাড়ির পাশাপাশি কোন স্কুলে ট্রান্সফার হতে আপত্তি করবেন না। তবে পুরো বিষয়টা শিক্ষাদপ্তরের উপর নির্ভর করছে।

কিভাবে কোন শিক্ষকের সারপ্লাস হিসাবে ধরা হবে?

সারপ্লাস টিচার (surplus Teacher) তারাই হবেন যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রী তুলনায় শিক্ষক শিক্ষিকা অনুপাত বেশি সেই সমস্ত স্কুলগুলি থেকে যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা বেশি কিন্তু শিক্ষকের সংখ্যা কম সেই সমস্ত স্কুলগুলিতে ট্রান্সফার দেওয়া হবে।

সারপ্লাস রেশিও কিভাবে ধরা হবে তা নিয়েও শিক্ষকরা দ্বিধা বিভক্ত। ছাত্র-শিক্ষক রেশিও 40:1 নাকি 60:1 এ নিয়ে পরিষ্কার কোন তথ্য নেই। তাই বহু শিক্ষক রয়েছেন যারা পূর্বে সারপ্লাস ছিলেন কিন্তু সেই স্কুল থেকে টিচারগণ রিটায়ার হওয়ার পর আর তারা সারপ্লাস টিচার (surplus Teacher Transfer) এর মধ্যে পড়ছেন না। আবার আপার প্রাইমারি নিয়োগের ফলে নতুন শিক্ষক স্কুলে জয়েন করলে নতুন করে সারপ্লাস হওয়ার সম্ভাবনাও থেকে যাবে।

শিক্ষাদপ্তরকে অনুরোধ যাতে সুষ্ঠুভাবে সারপ্লাস রেশিও মেনে শিক্ষকদের ট্রান্সফার করা হয় সে বিষয়ে শিক্ষা দপ্তরকে অনুরোধ করা হবে স্কুল খোলার পর কিভাবে এই ট্রান্সফার প্রক্রিয়া চলে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে অবগত করব।

surplus Teacher Transfer supreme Court order

Leave a Comment

WhatsApp channel Join Now