Surplus Teacher Transfer: বহু দূরত্বে চাকরি করেন এক শিক্ষক। Surplus Teacher Transfer: দূরত্বের ভিত্তিতে ট্রান্সফার পেলেন সারপ্লাস টিচার! তিনি সারপ্লাস টিচার। এবার দূরত্বের ভিত্তিতে ট্রান্সফার পেলেন একজন সারপ্লাস টিচার। রঞ্জিত রাম নামক ওই শিক্ষক হাইকোর্টের মাধ্যমে দূরত্বের ভিত্তিতে ট্রান্সফার পেলেন। কিভাবে দেখে নেওয়া যাক।
সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত , শিক্ষককে ট্রান্সফারের নির্দেশ দিলেন হাইকোর্ট
একজন সারপ্লাস টিচার (Surplus Teacher Transfer) যিনি দূরত্বের ভিত্তিতে ট্রান্সফার পেলেন হাইকোর্টের অর্ডারে। সেই শিক্ষক হলেন রঞ্জিত রাম। তিনি একজন প্রাথমিক শিক্ষক। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটাই । যার ফলে প্রতিদিন স্কুলে যাতায়াত করা, সঠিক সময়ের স্কুলে পৌঁছানো তার কাছে চ্যালেঞ্জ ছিল। তাই তিনি দূরত্ব দেখিয়ে ট্রান্সফারের জন্য আবেদন করেন।
উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) প্রাথমিক ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক সমস্ত স্তরের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষকদের ট্রান্সফারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম হল উৎসশ্রী পোর্টাল। কিন্তু উৎসশ্রী পোর্টাল দীর্ঘদিন ধরে সাসপেন্ড রয়েছে । যার জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। ঠিক এরই জন্য হাইকোর্টে শিক্ষকদের ট্রান্সফার নিয়ে মামলার পাহাড় জমছে। বহু শিক্ষক হাইকোর্টের মাধ্যমে তাদের ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করছেন। উৎসশ্রী পোটাল যতদিন না চালু হবে ততদিন শিক্ষক-শিক্ষাকর্মীদের ট্রান্সফার নিয়ে দুর্ভোগ চলতেই থাকবে। উৎসশ্রী পোর্টাল সাসপেন্ড রয়েছে আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। 2025 সালে জানুয়ারি মাসে উৎসশ্রী পোর্টাল পুনরায় চালু হয় কিনা? তা নিয়ে সমস্ত শিক্ষক আশায় বুক বাঁধছেন।
ওই শিক্ষকের আবেদন পত্রটি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্কুল কাউন্সিল পূর্ব বর্ধমানের অধীনে পেন্ডিং হিসেবে ছিল। আগেই জানানো হয়েছে তিনি একজন সারপ্লাস টিচার। দীর্ঘদিন ধরে তার আবেদনটি পড়ে থাকায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট এই মর্মে জানান যে উক্ত শিক্ষক এর আবেদন মেরিট কনসিডারেশন না করে ডিসপোজ করা যাবে না। উক্ত শিক্ষকের আবেদন বদলির নিয়ম অনুযায়ী বিচার করে আগামী 60 দিনের মধ্যে উক্ত শিক্ষকের ট্রান্সফারের আবেদন ইমপ্লিমেন্ট করার নির্দেশ দিয়েছেন।
শুধু তাই নয় ওই নির্দিষ্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল একটি রিজন্ট অর্ডার পাস করে আবেদনকারী শিক্ষককে সমস্তটাই জানাবেন। আবেদনকারীর আইনজীবী এই বিচারের কপি সহ বদলির আবেদন ও সমস্ত রকমের কাগজপত্র ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে পাঠাবেন।
হাইকোর্টে এই মামলাটির কেস নম্বর WPA 24298 of 2024 . হাইকোর্টের অর্ডারের তারিখ 07.10.24 . আইনজীবী হিসেবে ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত এবং বিচারপতি হিসেবে ছিলেন মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা।