PLW ACT Apprentice Recruitment 2024: পাটিয়ালা লোকোমেটিক্স ওয়াক্ (PLW) 250 টি শূন্যপদে পদে নিয়োগ করতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি ,নোটিফিকেশন বিস্তারিত দেখে নেওয়া যাক।
ভারতীয় রেলে ট্রেনি অ্যাপেন্টিস নিয়োগ দ্রুত আবেদন করুন
পদের নাম: অ্যাক্ট অ্যাপেন্টিস (ACT Apprentice)
শূন্যপদ: 250 টি।
শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদের বিবরণ:
পদের নাম | শূন্যপদ | শিক্ষাগত যোগ্যতা |
ইলেকট্রিশিয়ান | 130 | 10th, 12th, ITI |
মেকানিক (ডিজেল) | 30 | 10th, 12th, ITI |
মেকানিস্ট | 20 | 10th, 12th, ITI |
ফিটার | 40 | 10th, 12th, ITI |
ওয়েল্ডার | 30 | 8th class , ITI |
বয়সসীমা:
07.10.2024 অনুযায়ী অ্যাক্ট অ্যাপেন্টিস পদে নিয়োগের জন্য বয়স হতে হবে।
নূন্যতম বয়স: 15 বছর।
সর্বোচ্চ বয়স: 24 বছর।
গ্যাস ও ইলেকট্রিক ওয়েল্ডার পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২২ বছর।
সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি:
অ্যাক্ট অ্যাপেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন ফি জমা করতে হবে অনলাইনে । ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
জেনারেল ওবিসি চাকরি প্রার্থীদের জন্য 100 টাকা ফি জমা করতে হবে।
এসসি ,এসটি , মহিলা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, চাকরি-প্রার্থীদের জন্য কোন ফি জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 07.10.2024 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 06.11.2024
অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ 12.11.2024
গুরুত্বপূর্ণ লিংক:
PLW ACT Apprentice Recruitment Notification
Official Website: Click here
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা PLW এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।