National Academy Recruitment 2024: ন্যাশনাল অ্যাকাডেমি অফ মিউজিক , ড্যান্স এন্ড ড্রামা বিষয়ে চাকরি!

National Academy Recruitment 2024: ন্যাচারাল একাডেমী অফ মিউজিক, ডান্স এন্ড ড্রামা ( National Academy Recruitment 2024) ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ আবেদন করুন।

১. পদের নাম :

  • ডেপুটি সেক্রেটারি ( ফিন্যান্স এন্ড একাউন্টস)
  • লাইব্রেরি এন্ড ইনফরমেশন অফিসার
  • অডিট অফিসার

২. মোট শূন্যপদ :

  • ডেপুটি সেক্রেটারি ( ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস) : ১ টি ।
  • লাইব্রেরী এন্ড ইনফরমেশন অফিসার : ১ টি ।
  • অডিট অফিসার : ১ টি ।

৩. পে লেভেল :

  • ডেপুটি সেক্রেটারি ( ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট) : লেভেল – ১১( ৬৭৭০০-২০৮৭০০)
  • লাইব্রেরী এন্ড ইনফরমেশন অফিসার : লেভেল – ১১( ৬৭৭০০-২০৮৭০০)
  • অডিট অফিসার : লেভেল – ৭(৪৪৯০০-১৪২৪০০)

৪. শিক্ষাগত যোগ্যতা :

  • ডেপুটি সেক্রেটারি ( ফিনান্স এন্ড অ্যাকাউন্টস) : এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের অডিট এন্ড একাউন্ট অনুমোদিত অফিসারের অনুরূপ পদে চাকরি করা অথবা গ্রেড পে টা ৫৪০০/-( প্লে ম্যাট্রিক্স লেভেল -১০ সহ ৫ বছরের সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, এস্টাবলিশমেন্ট ও অ্যাকাউন্ট বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।
  • লাইব্রেরী এন্ড ইনফরমেশন অফিসার : এই পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ কেন্দ্রশাসিত অঞ্চল/অধিগৃহীত পাবলিক সেক্টর/ স্বসাসিত সংস্থা/ বিধিবদ্ধ সংস্থা বা অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠান সহ মিউজিয়াম আর্ট গ্যালারিতে অফিসার

১.(ক) নিয়মিত ভিত্তিতে অনুরূপ পদে থাকতে হবে ।
(খ) সহকারি লাইব্রেরী এবং তথ্য অধিকারীক / পে লেভেল -৭ সহকারি গ্রন্থাগারিক সহ নিয়মিত ভিত্তিতে সেই গ্লেডে ৯ বছরের সার্ভিস থাকতে হবে ।

২. দখলে থাকা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অবশ্যই আগ্রহী প্রার্থীদের মধ্যে থাকতে হবে ,যা নিম্নে আলোচনা করা হলো :

(ক) অনুমোদিত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউটে লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স অথবা লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে অবশ্যই।

(খ) কেন্দ্রীয়/ রাজ্যের অধীনে / স্বশাসিত অথবা বিধিবদ্ধ সংস্থা / পি এস ইউ/ বিশ্ববিদ্যালয় বা অনুমোদিত গবেষণা অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন এ পাঁচ বছরে পেশাগত অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে আবেদনকারীর মধ্যে ।

(গ) ডিজিটাল লাইব্রেরীতে অভিজ্ঞতা থাকতে হবে ।

৩. কাঙ্ক্ষিত :

(ক) কেন্দ্রীয় / রাজ্য সরকারের অধীনে কম্পিউটারাই জ লাইব্রেরীতে এক বছরের কাজের অভিজ্ঞতা/ স্বশাসিত অথবা বিধিবদ্ধ সংস্থা/ পি এইচ ইউ / বিশ্ববিদ্যালয় অথবা অনুমোদিত গবেষণা অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন এর অভিজ্ঞতা থাকতেই হবে

(খ) নির্দিষ্ট অঞ্চলে এক বছরে পেশাগত অভিজ্ঞতার কাজকর্ম যথাযথ টেকনিক্যাল বা সায়েন্টিফিক বিষয়ে ।

(গ) অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা করা থাকতে হবে অবশ্যই ।

(ঘ) পারফর্মিং আর্টসে ধারণা থাকতে হবে ।

  • অডিট অফিসার : সিএজি, সিজিএ এর যেকোনো প্রতিষ্ঠানে অধিকারী এবং সি জিডিএ তে অনুরূপ পদে কাজ করে থাকা বা গ্রেড পে টা : ৪৬০০ /- ( পে ম্যাট্রিক্স লেভেল -৭ ) এর পদে ৮ বছরের সার্ভিস অবশ্যই থাকতে হবে আবেদনকারীর মধ্যে।

৫. বয়স সীমা : আবেদনকারীর বয়স আবেদন পত্র জমা দেয়ার অনুসারে ৫৬ বছরের বেশি হওয়া যাবে না।

৬. ডেপুটেশন এর পর্যায় : প্রাথমিকভাবে এক বছরের জন্য নয়।
৭. পদের স্থান : সংগীত নাটক একাডেমী, রবীন্দ্র ভবন, ৩৫ , ফিরোজ শাহ রোড , নিউ দিল্লি-১১০০০১ ।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

1 thought on “National Academy Recruitment 2024: ন্যাশনাল অ্যাকাডেমি অফ মিউজিক , ড্যান্স এন্ড ড্রামা বিষয়ে চাকরি!”

Leave a Comment

WhatsApp channel Join Now