UCIL Recruitment 2024 : দশম- দ্বাদশ শ্রেণীর পাশেই চাকরির জন্য কর্মী নিয়োগ :

UCIL Recruitment 2024: ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

ন্যাশনালে একাডেমিক সাউথ মিউজিক ড্রামা তে চাকরির সুযোগ আবেদন করুন

১. পদের নাম : মাইনিং মেট পদ ।

২. মোট শূন্যপদ: ৮২ টি ।

৩. শিক্ষাগত যোগ্যতা :

এই পদে চাকরির জন্য আগ্রহী কারী কে অবশ্যই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এবং ডিজিএমএস থেকে একটি আনরেস্ট্রিকটেড মাইনিং মেট যোগ্যতা থাকতে হবে । এছাড়া ব্লাস্টার এবং ওয়াইন্ডিং ইঞ্জিনের ড্রাইভার এর সার্টিফিকেট থাকা অবশ্যই জরুরি আবেদনকারী। আর এই সমস্ত পদে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। এই বিষয়ে আরো তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। ওয়েবসাইট টি হল – www.ucil.gov.in।

৪. বয়স সীমা :

এই পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সসীমার ছাড় রয়েছে।

৫. আবেদনের সময়সীমা :

আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের এই পদের জন্য অবশ্যই আবেদন করতে হবে ।

৬. নিয়োগ প্রক্রিয়া :

এই ডাস্টারের তো সংস্থায় নিয়োগের জন্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং ট্রেড টেস্ট নেওয়া হবে। এই পদ্ধতিতেই নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের ।

প্রার্থীদের আবেদনের জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে তা সম্পূর্ণরূপে নিখুঁতভাবে পূরণ করে সংশ্লিষ্ট নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানার মাধ্যমে ডাকযোগে পাঠাতে হবে। নথিপত্রে বা তথ্যে কোনরকম ভুল থাকলে ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের সময় ধরা পড়লে আবেদনপত্র বাতিল করা হতে পারে প্রার্থীর । এই চাকরি কোনরকম থাই চাকরি নয়, বরং চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

৮. আবেদনের স্থান :

ঝাড়খণ্ডের সংস্থার সদর দপ্তরের ডাকযোগে গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে।

৯. আবেদন ফি :

প্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে ।

Official website: click here

1 thought on “UCIL Recruitment 2024 : দশম- দ্বাদশ শ্রেণীর পাশেই চাকরির জন্য কর্মী নিয়োগ :”

Leave a Comment

WhatsApp channel Join Now