IISER Kolkata Recruitment 2024: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এডুকেশন এন্ড রিসার্চ এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিভাবে আবেদন করবেন তা দেখে নিন :
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৫০০ শূন্য পদে নিয়োগ আবেদন করুন এখনই
পদের নাম :
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ এ ডেপুটেশনের ভিত্তিতে বিভিন্ন বিভাগের অধিকারী পদে নিয়োগ করা হচ্ছে।
সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল), ডেপুটি লাইব্রেরিয়ান ,এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ( অডিট) পদ।
মোট শূন্য পদ : ৪ টি
3 . শিক্ষাগত যোগ্যতা :
- সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদ ( সিভিল) :
এই পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীতে BA / B. Tech হতে হবে । - সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদ :
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এই পদে আবেদনের জন্য আগ্রহী কারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে । - ডেপুটি লাইব্রেরিয়ান পদ :
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর সাইন্স/ ইনফরমেশন সাইন্স / ডকুমেন্টেশন সাইন্স এ ন্যূনতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতকোত্তর থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে । অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীর মধ্যে । আবেদনকারীর বয়স সীমা ৫০ বছরের মধ্যে হতে হবে ।
•এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) পদ :
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর প্রথম শ্রেণীতে স্নাতক হতে হবে ।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কমপক্ষে ৫ বছরে অভিজ্ঞতা থাকতে হবে।
- ইঞ্জিনিয়ার ( ইলেকট্রিক্যাল) পদ :
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীতে স্নাতক হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৫০ বছরের মধ্যে থাকতে হবে ।
•আসিস্ট্যান্ট রেজিস্টার পদ :
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ৫৫% নাম্বার পেয়েজ স্নাতকোত্ত ডিগ্রী থাকতে হবে।
এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়াও আবেদনকারীর বয়স সীমা ৪০ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীদের আইআইএসআর কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। এই ওয়েবসাইট টি হল- ‘https://apply.iiserkol.ac.in /jobs’ ।
এই ওয়েবসাইটটি থেকে আবেদন পত্র ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ সেল্ফ অ্যাটেস্টেড করে স্পিড পোস্ট, কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্ট মারফত ডাকযোগে ৭ই নভেম্বরের মধ্যে পাঠাতে হবেই ঠিকানায়।
_ To ,The Dean of Administration ,IISER Kolkata,Mohanpur, Nadia, West Bengal ,
Pin – 741246 .
আবেদনের শেষ তারিখ: 07.11.2024
গুরুত্বপূর্ণ লিংক:
IISER Kolkata Recruitment Notification PDF
Official website: click here