Surplus Teacher Transfer Rules: স্যার প্লাস টিচার ট্রান্সফারের নিয়ম!

Surplus Teacher Transfer Rules: সম্প্রতি সুপ্রিম কোর্টের সারপ্লাস টিচার (Surplus Teacher Transfer) সংক্রান্ত মামলায় জয় পেয়েছে রাজ্য সরকার। ফলে পশ্চিমবঙ্গের শিক্ষকগণ আতঙ্কে ভুগছেন। কারণ এই রায়ের বলে যে কোন শিক্ষককে যে কোন স্কুলে ট্রান্সফার (wb teacher Transfer) করতে পারে রাজ্য সরকার। কিন্তু এই ট্রান্সফারের কি নিয়ম রয়েছে তা দেখে নেওয়া যাক।

পুজোর পরে সারপ্লাস টিচার ট্রান্সফার শুরু হচ্ছে 900 জনের তালিকা তৈরি

পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণ করেন পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর। সারপ্লাস ট্রান্সফার (surplus Teacher Transfer) সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যার ফলে উদ্বৃত্ত শিক্ষকদের যেকোনো স্কুলে ট্রান্সফার করতে পারবে স্কুল সার্ভিস কমিশন সরকারের নির্দেশে। কিন্তু কি রয়েছে ওই আইনে চলুন দেখে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট, 1997-এর 10C ধারা রাজ্য সরকারকে এক স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বদলির করার অনুমতি দেয়।

রাজ্য সরকার বদলির জন্য সুপারিশ করার জন্য কমিশনকে (wbcssc) নির্দেশিকা জারি করতে পারে। কমিশন সরকারের নির্দেশ মেনে শিক্ষক-শিক্ষা কর্মীদের ট্রান্সফারের (wb Teacher Transfer) ব্যবস্থা করতে পারবে।

এই বদলির উদ্দেশ্য হল: ছাত্র-শিক্ষক অনুপাতকে যুক্তিযুক্ত করা এবং স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এটি 40:1 অথবা 60:1 হতে পারে।

এখানে ধারা 10C এর অধীনে বদলির (wb Teacher Transfer) জন্য কিছু শর্ত রয়েছে: স্থানান্তর শুধুমাত্র একটি নির্দিষ্ট অনুমোদিত পোস্ট করা যেতে পারে। অর্থাৎ নরমাল সেকশন ও এইচএস সেকশন এই দুটি সেকশন এর শিক্ষকদের ট্রান্সফারের জন্য। নরমাল সেকশনের শিক্ষকরা নরমাল সেকশনের স্কুলে বদলি হবেন এবং এইচএস সেকশনের শিক্ষকরা এইচএস সেকশনের স্কুলে বদলি হবেন।

যে পদে শিক্ষককে বদলি (wb Teacher Transfer) করা হবে তা অবশ্যই শিক্ষকের বর্তমান পদের মতো বেতনের (pay scale) এবং শিক্ষার মাধ্যম (Medium) একই বিভাগে হতে হবে। অর্থাৎ কোন শিক্ষক যদি পাশের স্কেলে চাকরি করেন তাহলে তিনি অন্য কোন স্কুলে পাশের স্কেলে বদলি পাবেন এবং যদি তিনি বেঙ্গলি মিডিয়ামে চাকরি করেন তাহলে তিনি বেঙ্গলি মিডিয়াম স্কুলে বদলি পাবেন।

নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষকদের জন্য শিক্ষকের বিষয় বিবেচনা করতে হবে। ধরুন কোন শিক্ষক ভূগোল বিষয়ে এইচএস সেকশনে চাকরি করেন। তিনি সারপ্লাস ট্রান্সফার (surplus Teacher Transfer) হিসেবে অন্য এইচএস স্কুলে ভূগোল বিষয়ের শূন্যপদ থাকলে সেখানে তাকে বদলি করা যাবে।

অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য বিষয়ের গ্রুপ বিবেচনা করতে হবে। অর্থাৎ আর্টস সায়েন্স ও সোশ্যাল সাইন্স এই তিনটি বিভাগে যে সমস্ত বিষয়গুলি একত্রে থাকবে সেই সমস্ত যেকোনো একটি বিষয় থাকলে সংশ্লিষ্ট শিক্ষাকে ওই নির্দিষ্ট গ্রুপে বদলি (Teacher Transfer) করা যাবে।

শুধুমাত্র মেয়েদের স্কুলে একজন পুরুষ শিক্ষককে বদলি করা যাবে না। শিক্ষিকারা ছেলেদের স্কুলে বদলি হতে পারবেন।

এই ট্রান্সফারের ক্ষেত্রে, যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে বিষয়টি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কমিশনারের কাছে পাঠানো যেতে পারে।

কলকাতা হাইকোর্ট 10C ধারার সাংবিধানিক বৈধতা বহাল রেখেছে। আদালতের রায়ে বলা হয়েছে, শিক্ষকদের বদলি করা তাদের জীবন বা মর্যাদার অধিকার লঙ্ঘন করে না।

কোন স্কুলে কিভাবে সারপ্লাস টিচার নির্ধারণ হবে?

কোন স্কুলে স্যার প্লাস টিচার নির্ধারণের জন্য ছাত্র শিক্ষক অনুপাত কে গুরুত্ব দেওয়া হবে যেমন ছাত্র শিক্ষক অনুপাত হতে পারে 40:1 বা 60:1 । অর্থাৎ কোন স্কুলে যদি ছাত্র সংখ্যা ধরুন ১০০ এবং শিক্ষক রয়েছেন পাঁচজন এক্ষেত্রে দুজন অথবা তিনজন সারপ্লাস হতে পারেন।

বহু শিক্ষক রয়েছেন যারা দীর্ঘদিন চাকরি করছেন অথচ ওই শিক্ষকের সংশ্লিষ্ট বিষয়ে ওই স্কুলে কোন ছাত্র-ছাত্রী নেই । তাই ওই বিষয়ের পরিপ্রেক্ষিতে তিনি সারপ্লাস টিচার হবেন।

Leave a Comment

WhatsApp channel Join Now