Bangladesh vs India: টি-টোয়েন্টি ক্রিকেটের সমস্ত রেকর্ড ভেঙে দিল ভারত!

Bangladesh vs India: ভারত বনাম বাংলাদেশের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলারদের কে নিয়ে ছিনিমিনি খেললো ভারতীয় ব্যাটাররা। সেই সঙ্গে একাধিক রেকর্ড গড়লো ভারত! দেখে নেওয়া যাক।

আরো পড়ুন, দূরত্বের ভিত্তিতে সারপ্লাস টিচার ট্রান্সফার পেলেন হাইকোর্টের নির্দেশে

প্রথমে যে রেকর্ডের কথা বলব সেটি হল টি-টোয়েন্টি (t20 cricket) আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের পাহাড় গড়লো ভারত। নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে 297 রান করলো ভারত।

বিশ্ব টি টোয়েন্টি (t20 cricket) ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে যাদের নামে তারা হলেন,

  1. 35 বলে সেঞ্চুরি, ডেভিড মিলার (সাউথ আফ্রিকা) বনাম বাংলাদেশ 2017
  2. 35 বলে সেঞ্চুরি, রোহিত শর্মা, ভারত বনাম শ্রীলংকা ইন্দুরে 2017
  3. 39 বলে সেঞ্চুরি জনসন চার্লস, ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা 2024
  4. 40 বলে সেঞ্চুরি সঞ্জু স্যামসাং ভারত বনাম বাংলাদেশ হায়দ্রাবাদ 2024
  5. 42 বলে সেঞ্চুরি হাজরাতুল্লা যাজাই আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড 2019
  6. 42 বলে সেঞ্চুরি লিয়াম লিভিংস্টন ইংল্যান্ড বনাম পাকিস্তান 2021

তৃতীয় রেকর্ডটি হল টি-টোয়েন্টিতে প্রথম 10 ওভারে মাত্র এক উইকেট হারিয়ে 152 রান করেছে ভারত।

বিশ্ব ক্রিকেটে (T20 Cricket) প্রথম 10 ওভারে বিভিন্ন টিমের করা রান:

  1. 156/3 অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড 2024
  2. 154/4 এসটানিয়া বনাম সাইপ্রাস 2024
  3. 152/1 ইন্ডিয়া বনাম বাংলাদেশ হায়দ্রাবাদ 2024
  4. 149/0 সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ সেঞ্চুরিয়ান 2023
  5. 147/1 নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা অকল্যান্ড 2016

টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে (6 over) তে ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ভারতের:

  1. 82/1 বনাম বাংলাদেশ হায়দ্রাবাদ ২০২৪
  2. 82/2 বনাম স্কটল্যান্ড দুবাই 2021
  3. 78/2 বনাম সাউথ আফ্রিকা জোহানেসবাগ 2018
  4. 77/1 বনাম অস্ট্রেলিয়া তিরুবনন্তপুর 2023
  5. 77/1 বনাম শ্রীলংকা নাগপুর 2009

ভারতীয় বোলার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বলে উইকেট পেয়েছেন:

  1. ভুবনেশ্বর কুমার, 3 বার এমন কাজটি করেছেন।
  2. হার্দিক পান্ডিয়া
  3. আশ দীপ সিং
  4. মায়ান যাদব (12.10.2024)

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারা রেকর্ড ভারতের:

  1. 22 টি ছয় বনাম বাংলাদেশ
  2. 21 টি ছয় বনাম শ্রীলংকা

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড:

  1. 26 – নেপাল বনাম মোঙ্গোলিয়া 2023
  2. 23- জাপান বনাম চীন 2024
  3. 22- আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড 2019
  4. 22- ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা 2023
  5. 22- ভারত বনাম বাংলাদেশ 2024

ম্যাচের শেষ হতে হতে যত রেকর্ড হবে সমস্তটাই আপডেট করে দেওয়া হবে।

News source : Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now