Assistant Professor: ত্রিপুরা ইউনিভার্সিটিতে (Tripura University) বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সমস্ত ভারতীয়র কাছ থেকে নিম্নলিখিত বিষয়গুলিতে সহকারি অধ্যাপক পদে নিয়োগের দরখাস্ত আহবান করা হচ্ছে।
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন করুন
ত্রিপুরা ইউনিভার্সিটিতে (Tripura University) বিভিন্ন বিষয়ে নিয়োগের জন্য নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ পদ্ধতি নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পদের নাম: সহকারি অধ্যাপক। (Assistant
Professor)
শূন্যপদ: 39 টি।
বিজ্ঞপ্তি নম্বর: F.TU/tech.Rec/2024/02 তারিখ 04.10.2024
যে সমস্ত বিষয়ে সহকারী অধ্যাপক নেওয়া হবে?
বাংলা, কমার্স, এডুকেশন, economics, hindi, ইংরেজি, ইতিহাস, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, ল, ম্যানেজমেন্ট, মিউজিক, ফাইন আর্টস, ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিকাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি, ল্যাঙ্গুয়েজস্ট্রিক এন্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি এন্ড বায়োডাইভারসিটি, হিউম্যান ফিজিওলজি, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, মলিকুলার বায়োলজি এন্ড বায়ো ইনফরমেটিভ, ফিজিক্স, স্ট্যাটিস্টিকস, জুওলজি, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স।
শিক্ষাগত যোগ্যতা:
উপরে উল্লেখিত বিষয়গুলির জন্য শিক্ষাগত যোগ্যতা ইউজিসির নিয়ম অনুযায়ী হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন থাকতে হবে। সঙ্গে 55 শতাংশ নম্বর থাকতে হবে।
- NET/SET/PhD থাকতে হবে।
আবেদন ফি:
সহকারি অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন ফি জমা করতে হবে।
জেনারেলদের 1000 টাকা আবেদন ফি জমা করতে হবে।
এসসি এসটি ওবিসি দের জন্য 500 টাকা আবেদন ফি জমা করতে হবে।
PWBD ও EWS দের জন্য কোন টাকা জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়েছে 07.10.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ দিন 10.11.2024
গুরুত্বপূর্ণ লিংক:
Tripura University assistant professor Recruitment Notification
official website: Click here