Assistant Professor: বাঁকুড়া ক্রিস্টান কলেজে (Bankura christian college vacancy) বিভিন্ন বিষয়ের শূন্যপদে শিক্ষক নিয়োগের (Assistant Professor Recruitment)জন্য আবেদন করার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে? যোগ্যতা কি থাকবে? অঅলাইন আবেদন করবেন কিভাবে তা নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করব।
বিজ্ঞপ্তির তারিখ: 20.07.24
পদের নাম:
assistant Professor (সম্পুর্ণ চুক্তিভিত্তিক)
শূন্যপদের সংখ্যা: 15 টি।
আবেদন ফি:
250 টাকা। যেটি ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে জমা দিতে হবে। পে করতে হবে Bankura christian college এর অনুকুলে। যেটি ফেরত যোগ্য নয়।
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউ এর সময় ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।
আবেদন:
অফলাইনে সমস্ত ডকুমেন্ট ও বায়োডাটা ফিলাপ করে রেজিস্ট্রী পোস্ট করতে হবে।
শূন্যপদ:
বিষয় | শূন্যপদ |
বোটানি | 1 |
ইকোনোমিক্স | 1 |
ইংলিশ | 4 |
অংক | 2 |
নিউট্রিশন | 1 |
দর্শন | 1 |
রাষ্ট্রবিজ্ঞান | 3 |
সমাজ বিজ্ঞান | 2 |
শিক্ষাগত যোগ্যতা:
UGC সহকারী অধ্যাপকের নিয়োগ নিয়ম অনুযয়ী।
পারিশ্রমিক:
15 ঘন্টা কাজ করতে হবে। আলোচনা সাপেক্ষ।
আবেদনের শেষ তারিখ : 05.08.24
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official website | click here |
notification & application form | click here |