VRS for teaching & Non teaching staff : পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকর্মীরা স্বেচ্ছায় অবসর ( VRS) নিতে চাইলে কি কি ডকুমেন্ট অবশ্যই থাকা প্রয়োজন । কোথায় আবেদন করতে হবে। সমস্ত কিছুই প্রতিবেদনে আলোচনা করব।
সূচিপত্র
শিক্ষক ও শিক্ষকর্মীরা প্রধানত শারীরিক সমস্যা জনিত কারণে বা ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় অবসর নিতে চান কিন্তু অনেকেই কোথায় আবেদন করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? সে বিষয়ে জানতে চান, তাদের জন্য আজকের এই প্রতিবেদনে এ বিষয়ে আলোচনা করব।
কোথায় আবেদন করতে হবে?
আজকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য স্বেচ্ছায় অবসরের আবেদন পদ্ধতি আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE) একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছে যে , সমস্ত ডকুমেন্ট সহ সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করা যাবে না। আবেদন করার জন্য প্রথমে সংশ্লিষ্ট স্কুলে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কাছে আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক সেই আবেদনটি ভেরিফাই করে সমস্ত ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট জেলার ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুলকে (DI) পাঠাবে।
উচ্চমাধ্যমিকের সেমিস্টারে সিলেবাসে পরিবর্তন বিস্তারিত দেখে নিন
সংশ্লিষ্ট জেলার ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুল (DI) শিক্ষক ও শিক্ষাকর্মীর ঐ আবেদন যাচাই করে মধ্যশিক্ষা পর্ষদ এর কাছে পাঠাবেন। মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত বিষয় পর্যালোচনা করে সঠিক মনে করলে স্বেচ্ছায় অবসরের জন্য সার্টিফিকেট প্রদান করবেন কিন্তু এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখে নেওয়া যাক।
কিভাবে আবেদন করবেন?
স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা কর্মী কি কারণে স্বেচ্ছায় অবসর নিতে চাইছেন সে বিষয়ে পরিষ্কার ভাবে লিখে একটি দরখাস্ত করতে হবে। উপযুক্ত ডকুমেন্ট সহ আবেদন পত্রটি লিখতে হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যেটি হবে প্রধান শিক্ষক ও ডি আই এর মাধ্যমে। যে সমস্ত ডকুমেন্টগুলি দিতে হবে সেগুলিতে যেন অবশ্যই প্রধান শিক্ষকের অ্যাটেস্টেড করা থাকে। এবং পরবর্তীতে ডি আই এর ভেরিফিকেশন যেন থাকে।
কি কি ডকুমেন্ট লাগবে?
স্বেচ্ছা অবসর গ্রহণের জন্য আবেদনের ক্ষেত্রে বারটি ডকুমেন্ট জমা করতে হবে । সেগুলি হল-
- সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীর আবেদন পত্র।
- শিক্ষক বা শিক্ষা কর্মীর অ্যাপ্রুভাল যেটি বা এডিআই থেকে পেয়েছেন ।
- শিক্ষক বা শিক্ষা কর্মী জয়নিং লেটার বা জয়েনিং রিপোর্ট।
- শিক্ষক বা শিক্ষাকর্মীর চাকরির কনফার্মেশন লেটার।
- আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিতে হবে বা প্যান কার্ড দিতে হবে।
- ম্যানেজিং কমিটির রেজুলেশন এর জেরক্স কপি দিতে হবে।
- প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ এর কাছ থেকে নো লিটিগেশন সার্টিফিকেট নিতে হবে।
- সার্ভিস বুকের জেরক্স জমা দিতে হবে।
- নো লিয়াবিলিটি সার্টিফিকেট জমা দিতে হবে।
- ম্যানেজিং কমিটির ভ্যালিডেশন সার্টিফিকেট জেরক্স দিতে হবে।
- স্কুল রিকগনাইজেশনের জেরক্স দিতে হবে।
- মেডিকেল গ্রাউন্ডে স্বেচ্ছায় অবসর নিতে গেলে অবশ্যই মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে।
উপরে উল্লেখিত আবেদন পদ্ধতি ও ডকুমেন্ট সমস্ত ঠিকঠাক থাকলে খুব দ্রুত মধ্যশিক্ষা পর্ষদের এপ্রুভাল পাওয়া যাবে এবং পরবর্তী পদ্ধতিতে এগোনো যাবে ও দ্রুত এই কাজটি সম্পন্ন করা যাবে।
Official website: Click here