স্বেচ্ছা অবসরের জন্য কি কি ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন|VRS for teaching & Non teaching staff

VRS for teaching & Non teaching staff : পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকর্মীরা স্বেচ্ছায় অবসর ( VRS for teaching & Nonteachingstaff) নিতে চাইলে কি কি ডকুমেন্ট অবশ্যই থাকা প্রয়োজন । কোথায় আবেদন করতে হবে। সমস্ত কিছুই প্রতিবেদনে আলোচনা করব।

শিক্ষক ও শিক্ষকর্মীরা প্রধানত শারীরিক সমস্যা জনিত কারণে বা ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় অবসর নিতে চান কিন্তু অনেকেই কোথায় আবেদন করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? সে বিষয়ে জানতে চান, তাদের জন্য আজকের এই প্রতিবেদনে এ বিষয়ে আলোচনা করব।

(Voluntary retirement ) স্বেচ্ছায় অবসর কি?

পশ্চিমবঙ্গের চাকুরীজীবীরা তাঁদের অবসর জীবনের আগে শারীরিক সমস্যা জনিত, বা অন্য কোনও কারণে চাকরি থেকে অবসর নেওয়াকে স্বেচ্ছায় অবসর বলে।

কারা আবেদন করতে পারেন?

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারী কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী সবাই। তবে আজকে আলোচনা করব , সরকার ঘোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলির শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্বেচ্ছা অবসর সম্পর্কে।

কত বছর চাকরি করার পর একজন কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন?

২০ বছর qualifying service (continuous & satisfactory service) বা 50 বছর পূর্ণ হবার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করা যায়।

কোনো কারন না জানিয়ে স্বেচ্ছায় অবসর নেওয়া যায়?

যদি কোনো কর্মচারী কোনো কিছু কারণ না দেখিয়ে অর্থাৎ এমনি স্বেচ্ছায় অবসরের ইচ্ছা প্রকাশ করেন সেক্ষেত্রে উনাকে যেদিন থেকে উনি ওনার চাকরি থেকে অবসর নিতে চাইছেন সেই তারিখের ৩ মাস পূর্বে ওনার appointing authority এর কাছে আবেদন করা বাধ্যতামূলক।

কোনো কর্মচারী নিজের শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে অবসর নিতে পারেন?

সেক্ষেত্রে ওনাকে competent authority এর নিকট হতে invalidation certificate নিতে হবে নাহলে ওনার স্বেচ্ছায় অবসর অনুমোদন করা যাবে না আর যদি তিনি এমনি resignation দেন তাহলে Pension বা অন্যান্য সুবিধা পাবেন না।
(G.O. No. 55-Edn(B) Dated- 11.02.1994 & No. 57-SE (Pry.) Dated- 15.01.2002, Para – 22)

Medical Ground (Invalidation) এ কোনো কর্মচারী যদি স্বেচ্ছায় অবসর নিতে চান তাহলে ওনাকে কি করতে হবে?

Medical ground এ voluntary retirement নিতে গেলে অর্থাৎ Invalid Pension (শারীরিক ও‌ মানসিক দূর্বলতার কারণে যদি কোনো কর্মচারী স্বেচ্ছায় অবসর নিতে বাধ্য হন তখন এই Pension অনুমোদন করা হয়) পেতে গেলে কর্মচারীকে প্রথমে পেনশন অনুমোদনকারী আধিকারিককে জানাতে হবে- যেমন যেকোনো বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পরিদর্শককে। তিনি জেলার Chief Medical Officer অথবা ওই পর্যায়ের কোনো অফিসারের নিকট পাঠাবেন উক্ত কর্মচারীকে। তার দেওয়ার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্মচারী নিয়োগকর্তাকে। এক্ষেত্রে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর কোন্ তারিখ থেকে কর্মচারীর অবসর অনুমোদন করবেন এ বিষয়ে একটি প্রশ্ন দেখা দেয়। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য DCRB Rules 1971 এর 56 ধারায় বলা আছে যদি কর্মচারী চাকরিরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে সত্তর তার অবসর অনুমোদন করতে হবে। কিন্তু যদি ছুটিতে থাকেন সেক্ষেত্রে যতদিন পর্যন্ত তার ছুটি ও ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে সেই তারিখের পর এক্ষেত্রে তার অবসর অনুমোদিত হবে। বিষয়টি অনুমোদিত হয়েছে নিম্নে উল্লেখিত শিক্ষা দপ্তরের আদেশ অনুযায়ী। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, অবসর গ্রহণের তারিখ কোনো অবস্থায় Invalidation certificate জারি হবার তারিখের পূর্বে যেন না হয়, অর্থাৎ ইনভেলিটেশন সার্টিফিকেট পাওয়ার পরই তিনি অবসর গ্রহণ করবেন (G.O. No. 112-Edn(P) dated 12.02.92)

মেডিকেল গ্রাউন্ডে স্বেচ্ছায় অবসর পাওয়া যায়?

Voluntary Retirement এর ক্ষেত্রে কর্মচারী অনেক সময় তাঁর আবেদনপত্রে শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে থাকেন। ফলে Invalid Pension যেভাবে অনুমোদন করা হয়ে থাকে ঠিক সেইভাবে ব্যবস্থা নিতে হয়। এই জন্য এটা স্মরণে রাখুন যে, voluntary retirement এর ক্ষেত্রে এইরকম medical ground না দেখিয়ে আবেদন করাই বাঞ্ছনীয়, অন্যথায় জটিলতা বাড়বে। তাই application টা এইভাবে লিখতে হবে- ”I like to retire from my service voluntarily with effect …………………………. Please accept

স্বেচ্ছায় অবসরে পেনশন পাওয়া যায়?

হ্যাঁ । তবে তিনি যদি Pension scheme এর option দিয়ে থাকেন তাহলে পেনশনও পাবেন। এবং 20 বছর সার্ভিস করেন।

20 বছরের কম সার্ভিস করলে পেনশন ও গ্রাচুইটি পাওয়া যায়?

২০ বছরের কম qualifying service এর ক্ষেত্রে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে Pension ও Gratuity কিছুই পাওয়া যাবে না।

কোথায় আবেদন করতে হবে?

আজকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য স্বেচ্ছায় অবসরের আবেদন পদ্ধতি আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE) একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছে যে , সমস্ত ডকুমেন্ট সহ সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করা যাবে না। আবেদন করার জন্য প্রথমে সংশ্লিষ্ট স্কুলে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কাছে আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক সেই আবেদনটি ভেরিফাই করে সমস্ত ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট জেলার ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুলকে (DI) পাঠাবে।

উচ্চমাধ্যমিকের সেমিস্টারে সিলেবাসে পরিবর্তন বিস্তারিত দেখে নিন

সংশ্লিষ্ট জেলার ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুল (DI) শিক্ষক ও শিক্ষাকর্মীর ঐ আবেদন যাচাই করে মধ্যশিক্ষা পর্ষদ এর কাছে পাঠাবেন। মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত বিষয় পর্যালোচনা করে সঠিক মনে করলে স্বেচ্ছায় অবসরের জন্য সার্টিফিকেট প্রদান করবেন কিন্তু এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখে নেওয়া যাক।

কিভাবে আবেদন করবেন?

স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা কর্মী কি কারণে স্বেচ্ছায় অবসর নিতে চাইছেন সে বিষয়ে পরিষ্কার ভাবে লিখে একটি দরখাস্ত করতে হবে। উপযুক্ত ডকুমেন্ট সহ আবেদন পত্রটি লিখতে হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যেটি হবে প্রধান শিক্ষক ও ডি আই এর মাধ্যমে। যে সমস্ত ডকুমেন্টগুলি দিতে হবে সেগুলিতে যেন অবশ্যই প্রধান শিক্ষকের অ্যাটেস্টেড করা থাকে। এবং পরবর্তীতে ডি আই এর ভেরিফিকেশন যেন থাকে।

VRS for teachers
VRS for teachers

কি কি ডকুমেন্ট লাগবে?

স্বেচ্ছা অবসর গ্রহণের জন্য আবেদনের ক্ষেত্রে বারটি ডকুমেন্ট জমা করতে হবে । সেগুলি হল-

  1. সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীর আবেদন পত্র।
  2. শিক্ষক বা শিক্ষা কর্মীর অ্যাপ্রুভাল যেটি বা এডিআই থেকে পেয়েছেন ।
  3. শিক্ষক বা শিক্ষা কর্মী জয়নিং লেটার বা জয়েনিং রিপোর্ট।
  4. শিক্ষক বা শিক্ষাকর্মীর চাকরির কনফার্মেশন লেটার।
  5. আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিতে হবে বা প্যান কার্ড দিতে হবে।
  6. ম্যানেজিং কমিটির রেজুলেশন এর জেরক্স কপি দিতে হবে।
  7. প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ এর কাছ থেকে নো লিটিগেশন সার্টিফিকেট নিতে হবে।
  8. সার্ভিস বুকের জেরক্স জমা দিতে হবে।
  9. নো লিয়াবিলিটি সার্টিফিকেট জমা দিতে হবে।
  10. ম্যানেজিং কমিটির ভ্যালিডেশন সার্টিফিকেট জেরক্স দিতে হবে।
  11. স্কুল রিকগনাইজেশনের জেরক্স দিতে হবে।
  12. মেডিকেল গ্রাউন্ডে স্বেচ্ছায় অবসর নিতে গেলে অবশ্যই মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে।

উপরে উল্লেখিত আবেদন পদ্ধতি ও ডকুমেন্ট সমস্ত ঠিকঠাক থাকলে খুব দ্রুত মধ্যশিক্ষা পর্ষদের এপ্রুভাল পাওয়া যাবে এবং পরবর্তী পদ্ধতিতে এগোনো যাবে ও দ্রুত এই কাজটি সম্পন্ন করা যাবে।

Official website: Click here

তথ্য সহায়তা: শুভ তোজো মান্না স্যার।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment