Jobs Preparation in Home: ঘরে বসে কিভাবে চাকরির প্রস্তুতি নিলে দ্রুত চাকরি পাওয়া যাবে!

ঘরে বসে (Jobs Preparation in Home) মনোযোগ এবং ধারাবাহিকতার সাথে চাকরি প্রস্তুতির জন্য সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকারি চাকরি পাওয়া মানে চাঁদ পাওয়ার সমান। সেই জন্য সঠিক দিশা নির্ধারণ করা খুবই জরুরী। নিয়ম মেনে এই দশটি পরিকল্পনা করে হলে চাকরি পাওয়ার সহজ হবে। যেমন;

রিমোট সেন্সিং ও জিআইএস কোর্স করে কি কি চাকরির পাওয়া যায়

১. পরিকল্পনা তৈরি করুন:

মানুষের জীবনে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে একটি দৈনিক বা সাপ্তাহিক সময়সূচি তৈরি করা উচিত । আপনি কিভাবে পড়বেন , কোন বিষয়গুলো অতি গুরুত্ব দেবেন এবং কোন সময় বিশ্রাম নেবেন তা ঠিক করে নেয়া উচিত। আপনি এমন ভাবে পরিকল্পনা তৈরি করুন যা নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে ।

২. নতুন স্কিল শিখুন :

বিগত কয়েক বছর ধরে চাকরিজীবনে বিভিন্ন নতুন স্কিল এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন – ডেটা অ্যানালিটিক্স, কোডিং ,ডিজিটাল মার্কেটিং এছাড়াও ইংরেজি ভাষার মতো দক্ষতা ইত্যাদি। আপনি যদি এই ধরনের নতুন নতুন স্কিল শিখতে পারেন তাহলে আপনার জীবনে চাকরির জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে ।

৩. আপডেটেড থাকুন :

আপনি আপনার ফিল্ডে নতুন কি কি পরিবর্তন হচ্ছে সেই দিকে নজর রাখুন । সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি, ইন্ডাস্ট্রি নিউজ এবং ট্রেন্ডস সম্পর্কে সঠিকভাবে আপডেটেড থাকুন । এর ফলে বিভিন্ন চাকরির পোর্টাল যেমন – BD jobs , Linked In , Monster ইত্যাদি নিয়মিত ভাবে চেক করা উচিত ।

৪. আত্মবিশ্বাস ও মনোবল শক্ত রাখুন :

কোন জটিল বিষয় বা কঠিন সমস্যা আসলে কখনো মনোবল হারানো উচিত নয়। আত্মবিশ্বাস বজায় রেখে এবং নিয়মিত রিভিউ এর মাধ্যমে আপনি আপনার অর্জন গুলোকে ছোট্ট লক্ষ্য দিয়ে পুরস্কৃত করুন।

৫. শ্রবণ ও লেখার দক্ষতা উন্নয়ন :

চাকরির বাজারে ইংরেজি এবং স্থানীয় ভাষা শক্তিশালী লিখিত এবং মৌলিক যোগাযোগ থাকা মানুষের খুবই প্রয়োজন। আপনি ইংরেজি এবং আপনার মায়ের ভাষায় ইমেইল , রিপোর্ট এবং প্রেজেন্টেশন তৈরি করার দক্ষতা নিজের মধ্যে বাড়িয়ে তুলুন। এতে আপনার পেশাগত সাফল্য খুব ভালোভাবে বৃদ্ধি পাবে।

৬. সঠিক লক্ষ্য নির্ধারণ :

আপনি ভবিষ্যতে যে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার জন্য প্রথমে আপনি শুধুমাত্র সেই চাকরিটির ওপরেই লক্ষ্য স্পষ্ট করুন। আপনি যদি সরকারি চাকরি ,ব্যাংকিং বা কর্পোরেট জগতের চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তবে প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা আলাদা কৌশল প্রস্তুতি করা দরকার লক্ষ্য স্পষ্ট না হলে নিজের সময় এবং শক্তি অপচয় হতে পারে।

৭. অনলাইন কোর্স ও রিসোর্স ব্যবহার করুন :

আজকাল অনলাইন কোর্স ,ইউটিউব টিউটোরিয়াল, ডিজিটাল বই ,এবং অন্যান্য রিসোর্স সহজলভ্য। বিভিন্ন সাইটের মাধ্যমে যেমন- Coursera , Udemy , Khan Academy এবং ইউটিউবের বিভিন্ন কোর্স রয়েছে যা আপনার প্রস্তুতিকে আরো সুশৃংখল করতে সাহায্য করবে।

৮. ইন্টারভিউ প্রস্তুতি :

ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন । আপনি নিজে নিজে যোগাযোগ দক্ষতা , আত্মবিশ্বাস প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল শিখুন । এই অনুশীলনের মাধ্যমে আপনি আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন । এছাড়াও আপনি মক ইন্টারভিউ আয়োজন করতে পারেন বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে ।

৯. পরীক্ষার প্রস্তুতি :

যদি আপনি যদি আপনি সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান , তবে পূর্ববর্তী প্রশ্নপত্র এবং মক টেস্টগুলি দিয়ে প্রস্তুতি নিতে পারেন । পরীক্ষার জন্য সুনির্দিষ্ট পাঠ্যসূচি অনুসরণ করুন এবং সময়মতো প্রস্তুতি নেওয়া উচিত ।

১০. টেকনিক্যাল স্কিল উন্নয়ন :

বিশেষ করে যদি আপনি আইটি , ইঞ্জিনিয়ারিং বা সফটওয়ারে ডেভেলপমেন্টের দিকে অগ্রহিপূর্ণ থাকেন তাহলে আপনি কোডিং , ওয়েব ডেভেলপমেন্ট অথবা অ্যাপ ডেভেলপমেন্টের মতো টেকনিক্যাল স্কিলগুলো বাড়ানোর জন্য প্রচুর অনুশীলনের চেষ্টা করুন ।

উপরিলিখিত এই ১০ টি পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আপনি দ্রুত আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now