Reliance Jio কোম্পানির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে অন্যান্য টেলিকম সংস্থা Airtel, VI ও BSNL । গত 3 জুলাই jio Prepaid Plan এর পরিমান 25% বাড়িয়েছে। তার ফলে গ্রাহকরা ভীষন অসন্তুষ্ট। সেই সঙ্গে Airtel, VI ও দাম বাড়িয়েছে। তাই সাধারণ ক্রেতাদের পকেট খসছে অধিক পরিমানে। আর সেই ক্ষোভ মেটাতে আসরের নামল bsnl. ৮৪ দিনের বৈধতা নিয়ে বেশি ক্রেতারা মোবাইল রিচার্জ করতেন আর সেই রিচার্জ এতটা পরিমাণ বেড়েছে যাতে না বিশ্বাস করছে যেও ভোডাফোন ও এয়ারটেল গ্রাহকদের। ৮৪ দিনের বৈধতা বাড়িয়েও আরো অন্যান্য সুবিধার দিয়েছে বিএসএনএল অনেক কম টাকার রিচার্জে । চলুন দেখে নেওয়া যাক
আগে ৮৪ দিনের বৈধতা পাওয়ার জন্য জিওর রিচার্জ করতে হতো ৬৬৬ টাকায় কিন্তু সেই একই বৈধতা বর্তমানে রিচার্জ করতে গেলে লাগবে ৮৫৯ টাকা। প্রায় ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে । এই রিচার্জে বেশিরভাগ গ্রাহকরা ৮৪ দিনের বৈধতাকে রিচার্জ করত। বর্তমানে ৮৪ দিনের বৈধতায়ে রিচার্জ করলে কত টাকা পকেট থেকে বেশি খসবে দেখে নেওয়া যাক।
JIO 84 দিনের বৈধতায় রিচার্জ করলে বর্তমান কত টাকা বেশি যাবে!
আগের প্ল্যান | (সুবিধা) আনলিমিটেড ভয়েস/ SMS | ভ্যালিডিটি | নতুন প্ল্যান (টাকা) |
395 | 6 GB | 84 দিন | 579 |
666 | 1.5 GB / day | 84 দিন | 799 |
719 | 2 GB/ day | 84 দিন | 859 |
999 | 3 GB /day | 84 দিন | 1199 |
ফলে বোঝাই যাচ্ছে আগে Jio Prepaid Plan রিচার্জ করলে যেখানে আনলিমিটেড কল, ও SMS এর সুবিধা এবং ডেটা পাওয়া যেত 1.5 GB/day মাত্র 666 টাকায়, বর্তমানে ঐ প্ল্যান রিচার্জ করলে লাগবে 799 টাকা ।
Airtel 84 দিনের বৈধতায় রিচার্জ করলে বর্তমান কত টাকা বেশি যাবে!
সুবিধা আনলিমিটেড ভয়েস/ SMS | ভ্যালিডিটি | নতুন প্ল্যান |
6 GB | 84 দিন | 509 টাকা |
2 GB/ day | 84 দিন | 979 টাকা |
2.5 GB/ day | 84 দিন | 1199 টাকা |
1.5 GB/ day | 84 দিন | 859 টাকা |
1. 5 GB/ day | 90 দিন | 929 টাকা |
রিচাজের ক্ষেত্রে jio থেকে এগিয়ে গিয়েছে এয়ারটেল । প্রায় একই সুবিধা দিয়েও রিচার্জের পরিমাণ অনেকটাই টাকা বাড়িয়ে দিয়েছে এয়ারটেল।
সুবিধা আনলিমিটেড ভয়েস/ SMS | ভ্যালিডিটি (দিন) | নতুন প্ল্যান (টাকা) |
1.5 GB/day | 84 | 859 |
2 GB/day | 84 | 979 |
2.5 GB/ day | 84 | 1599 |
2 GB/day, Sony Liv | 84 | 998 |
2 GB / day Prime mem | 84 | 996 |
2GB/day sun Next | 84 | 997 |
BSNL 105 দিনের বৈধতায় রিচার্জ করলে বর্তমান কত টাকা বেশি যাবে!
সুবিধা আনলিমিটেড ভয়েস/ SMS | ভ্যালিডিটি (দিন) | নতুন প্ল্যান (টাকা) |
2 GB/day | 105 | 666 |
হলে দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানির প্লান গুলি থেকে সবচেয়ে সস্তায় বিএসএনএল তাদের প্ল্যান গুলি দিচ্ছে কিন্তু বিএসএনএল বর্তমানে সব জায়গায় তাদের নেটওয়ার্ক আছে কিনা সেটাও দেখার বিষয়। তবে আর্থিক দিক দিয়ে অনেকটা লাভজনক ও অধিক বৈধতা পাওয়া যাচ্ছে BSNL এর রিচার্জে। তাই নিজেদের নেটওয়ার্ক এর উপস্থিতি বুঝে ও বিভিন্ন কোম্পানির প্ল্যান জেনে তারপর রিচার্জ করবেন।