Jio Prepaid Plan : জিও ওপর চাপ বাড়িয়ে সস্তায় প্ল্যান আনল এই কোম্পানি

Reliance Jio কোম্পানির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে অন্যান্য টেলিকম সংস্থা Airtel, VI ও BSNL । গত 3 জুলাই jio Prepaid Plan এর পরিমান 25% বাড়িয়েছে। তার ফলে গ্রাহকরা ভীষন অসন্তুষ্ট। সেই সঙ্গে Airtel, VI ও দাম বাড়িয়েছে। তাই সাধারণ ক্রেতাদের পকেট খসছে অধিক পরিমানে। আর সেই ক্ষোভ মেটাতে আসরের নামল bsnl. ৮৪ দিনের বৈধতা নিয়ে বেশি ক্রেতারা মোবাইল রিচার্জ করতেন আর সেই রিচার্জ এতটা পরিমাণ বেড়েছে যাতে না বিশ্বাস করছে যেও ভোডাফোন ও এয়ারটেল গ্রাহকদের। ৮৪ দিনের বৈধতা বাড়িয়েও আরো অন্যান্য সুবিধার দিয়েছে বিএসএনএল অনেক কম টাকার রিচার্জে । চলুন দেখে নেওয়া যাক

আগে ৮৪ দিনের বৈধতা পাওয়ার জন্য জিওর রিচার্জ করতে হতো ৬৬৬ টাকায় কিন্তু সেই একই বৈধতা বর্তমানে রিচার্জ করতে গেলে লাগবে ৮৫৯ টাকা। প্রায় ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে । এই রিচার্জে বেশিরভাগ গ্রাহকরা ৮৪ দিনের বৈধতাকে রিচার্জ করত। বর্তমানে ৮৪ দিনের বৈধতায়ে রিচার্জ করলে কত টাকা পকেট থেকে বেশি খসবে দেখে নেওয়া যাক।

JIO 84 দিনের বৈধতায় রিচার্জ করলে বর্তমান কত টাকা বেশি যাবে!

আগের প্ল্যান(সুবিধা)
আনলিমিটেড ভয়েস/ SMS
ভ্যালিডিটিনতুন প্ল্যান (টাকা)
3956 GB84 দিন579
6661.5 GB / day84 দিন799
7192 GB/ day84 দিন859
9993 GB /day84 দিন1199
jio new Recharge prepaid plan 2024

ফলে বোঝাই যাচ্ছে আগে Jio Prepaid Plan রিচার্জ করলে যেখানে আনলিমিটেড কল, ও SMS এর সুবিধা এবং ডেটা পাওয়া যেত 1.5 GB/day মাত্র 666 টাকায়, বর্তমানে ঐ প্ল্যান রিচার্জ করলে লাগবে 799 টাকা ।

Airtel 84 দিনের বৈধতায় রিচার্জ করলে বর্তমান কত টাকা বেশি যাবে!

সুবিধা
আনলিমিটেড ভয়েস/ SMS
ভ্যালিডিটিনতুন প্ল্যান
6 GB84 দিন509 টাকা
2 GB/ day84 দিন979 টাকা
2.5 GB/ day84 দিন1199 টাকা
1.5 GB/ day84 দিন859 টাকা
1. 5 GB/ day90 দিন929 টাকা
Airtel jio recharge plan 2024

রিচাজের ক্ষেত্রে jio থেকে এগিয়ে গিয়েছে এয়ারটেল । প্রায় একই সুবিধা দিয়েও রিচার্জের পরিমাণ অনেকটাই টাকা বাড়িয়ে দিয়েছে এয়ারটেল।

সুবিধা
আনলিমিটেড ভয়েস/ SMS
ভ্যালিডিটি (দিন)নতুন প্ল্যান (টাকা)
1.5 GB/day84859
2 GB/day84979
2.5 GB/ day841599
2 GB/day, Sony Liv84998
2 GB / day Prime mem84996
2GB/day sun Next84997
VI Recharge plan 2024

BSNL 105 দিনের বৈধতায় রিচার্জ করলে বর্তমান কত টাকা বেশি যাবে!

সুবিধা
আনলিমিটেড ভয়েস/ SMS
ভ্যালিডিটি (দিন)নতুন প্ল্যান (টাকা)
2 GB/day105666
BSNL Recharge Plan 2024

হলে দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানির প্লান গুলি থেকে সবচেয়ে সস্তায় বিএসএনএল তাদের প্ল্যান গুলি দিচ্ছে কিন্তু বিএসএনএল বর্তমানে সব জায়গায় তাদের নেটওয়ার্ক আছে কিনা সেটাও দেখার বিষয়। তবে আর্থিক দিক দিয়ে অনেকটা লাভজনক ও অধিক বৈধতা পাওয়া যাচ্ছে BSNL এর রিচার্জে। তাই নিজেদের নেটওয়ার্ক এর উপস্থিতি বুঝে ও বিভিন্ন কোম্পানির প্ল্যান জেনে তারপর রিচার্জ করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now