Assistant Professor Recruitment 2024: দিল্লি ইউনিভার্সিটির 116 টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করতে চলেছে। কমার্স হিন্দি ইতিহাস ইংরেজি ও বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, নোটিফিকেশন বিস্তারিত দেখে নেওয়া যাক।
কল্যাণী ইউনিভার্সিটি তে চাকরির সুযোগ এখনই আবেদন করুন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)
শূন্যপদ: 116 টি।
শিক্ষাগত যোগ্যতা:
আর্টস কমার্স সোশল সাইন্স হিউম্যানিটিজ ল সাইন্স ল্যাংগুয়েজ এবং লাইব্রেরী সাইন্সে শিক্ষাগত যোগ্যতা গুলি হল;
- যেকোনো ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে সেই সঙ্গে পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে।
- চাকরিপ্রার্থীকে অবশ্যই ইউজিসি নেট (UGC NET) বা সিএসআই আর নেট (CSIR NET) কোয়ালিফাই করে থাকতে হবে।
অথবা
তাছাড়া বিদেশি যেকোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি করে থাকলেও হবে বে সেই ইউনিভার্সিটির র্যাঙ্ক 500 বেশি হলে চলবে না।
এছাড়া অন্যান্য বিষয়গুলির শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া নোটিফিকেশনে ভালো করে দেখে নেবেন।
আবেদন ফি:
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ফি জমা দিতে হবে অনলাইনে। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও অনলাইনে ফি জমা দেওয়া যাবে।
জেনারেল ক্যাটাগরিদের জন্য 2000 টাকা আবেদন ফি জমা করতে হবে।
OBC ও EWS ও মহিলা চাকরিপ্রার্থীদের 1500 টাকা আবেদন ফি জমা করতে হবে।
SC/ST চাকরিপ্রার্থীদের 1000 টাকা ফি জমা করতে হবে।
এছাড়া PWBD চাকরিপ্রার্থীদের জন্য 500 টাকা ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 08.10.2024 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 24.10.2024
গুরুত্বপূর্ণ লিংক:
Delhi University assistant Professor vacancy & Eligibility details
Delhi University official website: check here
চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ, আপনারা দিল্লি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে, নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।