Kalyani University Recruitment 2024: কল্যাণী ইউনিভার্সিটি তে চাকরির সুযোগ! বেতন 37000 টাকা!

Kalyani University Recruitment 2024: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant) পদে চাকরির সুযোগ। ICSSR এর আর্থিক সহায়তায় কল্যাণী ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগে অধ্যাপক অচিন্ত্য ঘোষের অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant) কাজ করার সুবিধা পাওয়া যাবে।

মুর্শিদাবাদ ইউনিভার্সিটি তে চাকরির সুযোগ এখনই আবেদন করুন

কল্যাণী ইউনিভার্সিটির রিসার্চ (Research Assistant) অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে ? আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নোটিফিকেশন প্রভৃতি দেখে নেওয়া যাক ;

পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)

শিক্ষাগত যোগ্যতা:

PhD/M.phil ও সমাজ বিজ্ঞান বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি, সঙ্গে ৫৫% নম্বর থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা:

ইকোনোম্যাট্রিক্স এ স্পেশালাইজেশন থাকতে হবে।

ইকোনোম্যাট্রিক্স এ জ্ঞান থাকতে হবে।

রিসার্চ প্রজেক্ট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা :

চাকরিপ্রার্থীর বয়স ৩৫ এর বেশি হবে না। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন: 37000 টাকা।

কাজের বিবরণ:

চাকরিপ্রার্থীকে প্রজেক্ট ডাইরেক্টর বা প্রজেক্ট কো অর্ডিনেটর এর অধীনে কাজ করতে হবে।

সুন্দরবনের উপর কাজ করতে হবে।

ডাটা স্কুটি নাইচ করতে হবে। রিপোর্ট তৈরি করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্ট, মার্কশীট, সফট কপি , CV করে পাঠাতে হবে নির্দিষ্ট লিংকে গুগল ফম এ।

আবেদনের শেষ তারিখ: 20.10.2024

গুরুত্বপূর্ণ লিংক:

kalyani University Recruitment Notification

Official Website: Click Here

Leave a Comment

WhatsApp channel Join Now