মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে (Guest Teacher Recruitment 2024 ) শিক্ষাবিজ্ঞান ও আইন বিষয়ে গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
ইন্টারভিউ এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ এখনই আবেদন করুন
বিজ্ঞপ্তি নম্বর:, MU(R)/21/D/481/24 তারিখ: 30.09.24
শিক্ষাগত যোগ্যতা:
চাকরিপ্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয় পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে। সঙ্গে ৫৫% নম্বর থাকতে হবে। তাছাড়া ওই সাবজেক্টের নেট /সেট (NET/SET) কোয়ালিফাইড করে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে।
2 . স্নাতক ও স্নাতকোত্তরে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে পাঠক্রম সম্পর্কে সম্মক ধারণা থাকতে হবে।
চাকরির বিবরণ:
- ক্লাস নিতে হবে সম্পূর্ণ অফলাইনে।
- নির্দিষ্ট বিষয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার করে থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে সিলেবাসের প্রস্তুতি থাকতে হবে।
- অন্যান্য এক্টিভিটি থাকতে হবে।
- ক্লাস নিতে হবে MMC PG ক্যাম্পাস মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বহরমপুরে।
বেতন: 500 টাকা প্রতি ক্লাস। সর্বোচ্চ কুড়িটি ক্লাস নিতে হবে, প্রতিটি সেমিস্টারে ও প্রতি মাসে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। আবেদনপত্র সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র পাঠাতে হবে সেল্ফ অ্যাটেস্টেড করে ইমেইলের মাধ্যমে। ইমেইল নম্বরটি হল hrd@msduni.ac.in
আবেদনপত্রের উপরে লিখবেন Application for the guest faculty position in the department of education /Law Murshidabad University.
আবেদনের শেষ তারিখ: 20.10.2024
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া গ্রহণ করার পর সিলেকশন কমিটি শর্ট লিস্ট করে ইন্টারভিউতে ডাকবেন।
গুরুত্বপূর্ণ লিংক:
Guest Teacher Recruitment Notification
official website: Click here