Assistant Professor in West Bengal: পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সাইন্স এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (AssistantProfessor in WestBengal) , এসোসিয়েট প্রফেসরও প্রফেসর পদে নিয়োগ হতে চলেছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্স বিভিন্ন শূন্য পদে উচ্চ বেতনে অধ্যাপক পদে ( Assistant Professor in West Bengal ) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। নিম্নলিখিত পদগুলিতে চুক্তিভিত্তিক ও রেগুলার এ দুই পদ্ধতিতে নিয়োগ হবে। নোটিফিকেশন, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু দেখে নেওয়া যাক;
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (assistant Professor) এসোসিয়েট প্রফেসর (Associate Professor) ও প্রফেসর (Professor) ।
বিজ্ঞপ্তি নম্বর: advt/acad & admin2024/03 তারিখ 23.08.24
ফি:
জেনারেল ও অসংরক্ষিত প্রার্থীদের জন্য 2000 টাকা জমা দিতে হবে।
এস সি এস টি দের জন্য 1500 টাকা জমা দিতে হবে।
ফি জমা দিতে হবে www.onlinesbi.com/sbicollect গেটওয়ের মাধ্যমে ।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। নির্দিষ্ট আবেদনপত্রে যেটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনপত্র ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র পাঠাতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়;
The Registrar, The West Bengal National University of Juridical science , Dr. Ambedkar Bhawan, 12 LB Block Sector- III , Salt Lake kolkata 700106.
আরো পড়ুন, IIIT Allahabad এ অধ্যাপক পদের নিয়োগের বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (assistant Professor) এসোসিয়েট প্রফেসর (Associate Professor) ও প্রফেসর (Professor) নিয়োগের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। সেগুলি নিচে আলোচনা করা হলো;
Assistant Professor:
শিক্ষাগত যোগ্যতা:
- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রেজুয়েট ডিগ্রী থাকতে হবে।
- পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে।
- UGC CSIR NET/SLET/SET ও PhD ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
- সংরক্ষিত চাকরি প্রার্থীরা পাঁচ শতাংশ নম্বরের ছাড় পাবেন।
Associate Professor:
শিক্ষাগত যোগ্যতা:
- শিক্ষকতার অভিজ্ঞতা ও পিএইচডি ডিগ্রী থাকতে হবে নির্দিষ্ট রিজনে স্পেশালাইজেশন থাকতে হবে।
- পোস্ট গ্রেজুয়েট ডিগ্রী থাকতে হবে।
- পোস্ট গ্রেজুয়েশনে 55 শতাংশ নম্বর থাকতে হবে।
- নূন্যতম আট বছরের শিক্ষাগতার অভিজ্ঞতা থাকতে হবে।
Professor:
শিক্ষাগত যোগ্যতা:
- পিএইচডি ডিগ্রি থাকতে হবে সঙ্গে যথেষ্ট সংখ্যক স্কলার থাকতে হবে। নির্দিষ্ট অঞ্চলে রিসার্চ ওয়ার্ক এর অভিজ্ঞতা থাকতে হবে।
- পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
- পোস্ট গেজিশনে পঞ্চানন শতাংশ নম্বর থাকতে হবে।
- নূন্যতম 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: as per ugc pay rules
নিয়োগ পদ্ধতি: আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট পদ অনুযায়ী শর্ট লিস্ট তৈরি করা হবে। এরপর ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউতে সফল হলে চাকরি দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 23.08.24 থেকে।
অফলাইন আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ 20.09.2024
গুরুত্বপূর্ণ লিংক:
The West Bengal National University of Juridical science official notification
West Bengal National University of Juridical science official website
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আবেদন করার আগে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তারপর আবেদন করবেন।