WB School Closure notification by WBSED: স্কুল ছুটির নির্দেশিকা! কিন্তু শিক্ষকদের?

WB School Closure notification by WBSED: পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর থেকে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে। সাইক্লোনের জন্য সমস্ত স্কুল বন্ধ থাকবে। তবে কি শিক্ষকদের স্কুলে যেতে হবে? এ নিয়ে শুরু হয়েছে তরজা। নোটিফিকেশন কি বলা হয়েছে দেখে নেওয়া যাক।

প্রাথমিক শিক্ষকদের এ ক্যাটাগরি স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) তাদের স্পেশাল বুলেটিনে পরিষ্কারভাবে জানিয়েছেন আগামী 24.10.2024 থেকে গাঙ্গেয় উপকূল ও তার নিকটবর্তী জেলাগুলিতে সাইক্লোন ডানার প্রকোপ বৃদ্ধি পাবে। যার ফলে ছাত্র-ছাত্রীদের ক্লাস বন্ধ রাখার নোটিফিকেশন জারি করেছে পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর। আজ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর এমনই জানিয়েছে। সেই সঙ্গে ম্যাচিং অর্ডার হিসাবে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিভিন্ন জেলার সাব ইন্সপেক্টর অফ স্কুল আলাদা আলাদা নোটিফিকেশন করে এই বিজ্ঞপ্তি জারি করেছে।

পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের মেমো নম্বর 17/SECY/24 তারিখ 22.10.24 ২৪ এর বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলগুলিতে ক্লাস বন্ধ রাখার নোটিফিকেশন জারি করা হয়েছে।

প্রধানত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার নিকটবর্তী জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতার সমস্ত স্কুল গুলিতে আগামী 23.10.24 থেকে 26.10.24 পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকতে হবে কিনা তা নিয়ে পরিষ্কার কোন নির্দেশিকা পাওয়া যায়নি। তবে এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই চার দিন স্কুল বন্ধ থাকবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নোটিফিকেশন মেমো নম্বর P/2014 ( s) তারিখ 22.10.24.

কিন্তু শিক্ষক মহলে অধিকাংশ ক্ষেত্রে জানা যাচ্ছে যে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সাব ইন্সপেক্টর অফ স্কুল মৌখিকভাবে বলে দিয়েছে যে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল বন্ধ থাকলেও শিক্ষক ও শিক্ষিকাদের নিয়মিত স্কুলে আসতে হবে। ফলে একই ছুটি নিয়ে বিভিন্ন জেলার সাব ইন্সপেক্টরদের মধ্যে বিভিন্ন নির্দেশ নিয়ে দ্বন্দ্বে পড়েছেন শিক্ষকরা।

WB School Closure notification all pdf

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now