স্বাস্থ্য বিভাগে চাকরি:
রাজ্যের স্বাস্থ্য বিভাগে চাকরির (WB Health Department Recruitment 2024) জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন । আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।
সূচিপত্র
পদের নাম :
কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, কুক কাম কোয়াটেকার, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর (TBHV), সিনিয়র ল্যাবরেটরই টেকনিশিয়ান , অ্যাটেনডেন্ট , মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদ।
মোট শূন্য পদ : ৯ টি ।
- কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফেসিলিটি) পদ : ১ টি ।
- কুক কাম কোয়ারটেকার (মহিলা) : ১ টি ।
- টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর (TBHV) : ১ টি ।
- সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান : ১ টি ।
- অ্যাটেনডেন্ট ( মহিলা) – ৪ টি ।
- মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার : ১ টি ।
শিক্ষাগত যোগ্যতা :
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যা নিম্ন আলোচনা করা হলো-
- কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং (ফেসিলিটি) : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই এমবিবিএম/ডেন্টাল/আয়ুষ/নার্সিং উত্তীর্ণ অথবা জীবন বিজ্ঞান বিষয় স্নাতক পাস হতে হবে। হসপিটাল এডমিনিস্ট্রেশন বা হেলথ ম্যানেজমেন্টে এক বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- কুক কাম কোয়াটেকার (মহিলা) : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্য উচ্চ মাধ্যমিক উত্তির্ন হতে হবে।
- টিউবার কিউলোসিস হেলথ ভিজিটর (TBHV) : এই পদের আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অপারেশন বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
- সিনিয়র ল্যাবরেটরী টেকনিশিয়ান : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই এমএসসি পাস করতে হবে এছাড়াও আবেদনকারীর মধ্যে তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কমপক্ষ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অ্যাটেনডেন্ট (মহিলা): এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বাংলায় সাবলীল হতে হবে।
- মেডিক্যাল সোশাল ওয়ার্কার : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই বিএ, বিএসসি, বিকম গ্র্যাড়ুয়েটকা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
পশ্চিম মেদিনীপুর জেলায় চাকরির সুযোগ আবেদন করুন
আবেদন ফি :
এই পদ গুলিতে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি তে কিছু ছাড় আছে অর্থাৎ সংরক্ষিতের প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
বয়স সীমা :
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা আছে , যা নিম্নে আলোচনা করা হলো –
- কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফেসিলিটি): এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
- কুক কাম কোয়াটেকার (মহিলা) : এই পদের আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর (TBHV): এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- সিনিয়র ল্যাবরেটরী টেকনিশিয়ান : এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
- অ্যাটেনডেন্ট (মহিলা): এই পদে আবেদনের জন্য আবেদন কারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- মেডিক্যাল সোশাল ওয়ার্কার : এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি :
সর্বপ্রথম আবেদনকারী কে। WB health portal খুলতে হবে। তারপরে অনলাইন রিক্রুটমেন্ট অপশনটি বেছে নিতে হবে। তারপর নিজে যাবতীয় তথ্য দিয়ে ফর্মটিকে সঠিক ভাবে পূরণ করতে হবে। তারপর NEFT এর মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা :
আগামী ২৪ শে ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
official website: click here