WB govt free Training for Jobs: পশ্চিমবঙ্গ সরকার চাকরির জন্য বিনামূল্যে কি কি প্রশিক্ষণ দেয়?

WB govt free Training for Jobs: পশ্চিমবঙ্গ সরকার (WB govt free Training for Jobs) নানান রকমের চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে, যা বেকারত্বের সুযোগ কমাতে সাহায্য করে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক। প্রধানত এই সকল প্রশিক্ষণ গুলি পশ্চিমবঙ্গের যুবকদের জন্য কর্মসংস্থান কেন্দ্র ,সরকারি প্রতিষ্ঠান এবং বিশেষ প্রকল্পের মাধ্যমে পরিচালিত হয়। নিম্নে কিছু উল্লেখযোগ্য প্রশিক্ষণ প্রোগ্রামের তথ্য আলোচনা করা হলো :

পশ্চিমবঙ্গ সরকারের দশটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি

১. ওয়াক এবং ইন্ডিয়া স্কিম :

•লক্ষ্য: এই পদের লক্ষ্য হলো কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় স্কিল তৈরি করা ।

  • প্রশিক্ষণের ধরন: এই পদে প্রশিক্ষণের ধরন হল বিভিন্ন সেক্টরের জন্য যেমন – গৃহস্থালি কর্মী, সেলস ,হোটেল ম্যানেজমেন্ট।
  • প্রশিক্ষণের স্থল : এই পদে প্রশিক্ষণের স্থলটি হল স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র ।
    •সময় সীমা: ৩ মাস থেকে ১ বছর, কোর্সের উপর নির্ভর করে ।

২. জনশক্তি ও কর্মসংস্থান বিভাগ :

•লক্ষ্য : এই পদের লক্ষ্য হলো যুবকদের চাকরির বাজারে প্রবেশের সুযোগ দেওয়া।
•প্রশিক্ষণের ধরন: এই পদের প্রশিক্ষণের ধর্ম হল সফট স্কিলস ,লাইফ স্কিলস ও প্রফেশনাল স্কিলস।
•প্রশিক্ষণের স্থল: এই পদে প্রশিক্ষণের স্থল হল- স্থানীয় সরকারি অফিস এবং পেশাদার প্রশিক্ষণ কেন্দ্র।

  • সময় সিমা : এই পদের সময় সীমা ২ মাস থেকে ৬ মাস ।
    ৩. দিশা প্রোগ্রাম :

•লক্ষ্য : এই পদের লক্ষ্য হলো যুবকদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের সহায়তা দেয়া ।
•প্রশিক্ষণের ধরন : এই পদের প্রশিক্ষণে ধরন হলো তথ্যপ্রযুক্তি ,উৎপাদন নির্মাণ এবং সেবা খাত।

  • প্রশিক্ষণের স্থল : এই প্রযুক্তির প্রশিক্ষণের স্থল হল দিশা কেন্দ্র (স্থানীয় সরকারি অফিসের আওতাধীন)।
  • সময়সীমা : এই পদের সময় সীমা সাধারণত ৩ থেকে ৬ মাস , নির্ভর করে কোর্সের ওপর।

৪. ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC) :

  • লক্ষ্য : এই পদের লক্ষ্য হলেও দেশে স্কিল ডেভেলপমেন্ট এর উদ্যোগে অংশগ্রহণ করা।
    •প্রশিক্ষণ এর ধরন : এই পদের প্রশিক্ষণে ধরন হল প্রযুক্তি ,নির্মাণ ,টেক্সটাইল ইত্যাদি ।
  • প্রশিক্ষণের স্থল : এই পদে প্রশিক্ষণের স্থল হল বিভিন্ন এনএসডিসি অনুমোদিত কেন্দ্র।
    •সময় সিমা : এই পদের সময়সীমা কোর্স অনুযায়ী ৩ মাস থেকে ১ বছর ।

. ST/ SC এবং OBC যুবকদের জন্য বিশেষ স্কিম :

•লক্ষ্য : এই পদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর যুবকদের জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করা।
•প্রশিক্ষণের ধরন : এই পদের প্রশিক্ষণের ধরন হল বিভিন্ন দক্ষতা এবং কারিগরি প্রশিক্ষণ।
•প্রশিক্ষণের স্থল : এই পদের প্রশিক্ষণের স্থল হল সংশ্লিষ্ট জেলা বা ব্লকের প্রশিক্ষণ কেন্দ্র।

  • সময় সীমা : এই পদের সময় সীমা ৩-৬ মাস ।

আবেদন প্রক্রিয়া :

  • অনলাইনের মাধ্যমে আবেদন : বেশিরভাগ প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় । পশ্চিমবঙ্গ সরকারের নারায়ণ অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে এই আবেদন করা যায় ।
  • দলবদ্ধ প্রশিক্ষণ : অনেক সময় নানান স্থানীয় পর্যায়ে অথবা স্কুল কলেজের মাধ্যমে দলবদ্ধভাবে প্রশিক্ষণ নেয়ার সুযোগ থাকে । পশ্চিমবর্গ সরকারের এই প্রশিক্ষণ প্রোগ্রাম গুলো যুবকদের বেকারত্বের হার কমিয়ে দেয় এবং কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দেয়। আগ্রহী প্রার্থীরা নিকট অষ্ট প্রশিক্ষণ কেন্দ্র সরকারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত তথ্য জানার জন্য।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রশিক্ষণ প্রোগ্রাম গুলো যুবকদের বেকারত্বের হার কমিয়ে দেয় এবং কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দেয়। আগ্রহী প্রার্থীরা নিকট অষ্ট প্রশিক্ষণ কেন্দ্র সরকারের অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত তথ্য জানার জন্য।

Wb govt website: click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now