Upper primary latest updates: আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু করল কমিশন!

Upper primary latest updates: ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (wbcssc) আবার ও আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার শুরু করল। আজ কাউন্সিলিংয়ের জন্য নতুন করে নোটিফিকেশন জারি করল। কবে শুরু হচ্ছে কাউন্সেলিং? বিস্তারিত তথ্য জেনে নিন।

পশ্চিমবঙ্গ সরকারের দশটি গুরুত্বপূর্ণ চাকরি যার জন্য সবাই অপেক্ষা করে থাকে

কলকাতা হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিপূর্বে দু দফা কাউন্সেলিং প্রক্রিয়া চলেছে পুজোর আগে এবং কাউন্সিলিংয়ের সঙ্গে সঙ্গে হাতে হাতে রেকমেন্টেশন লেটার ও দিয়ে দেওয়া হচ্ছে। ফলে অনেক স্কুলে বহু শিক্ষক জয়েন করে গেছেন ইতিমধ্যেই। পুজোর ছুটির পর স্কুল খুললে সমস্ত স্কুলে শিক্ষকরা পৌঁছে যাবেন।

আজ স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে কমিশন নতুন করে কাউন্সিলিংয়ের তারিখ ঘোষণা করলো। বাকি থাকা সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১১ই নভেম্বর থেকে চলবে ২৭ শে নভেম্বর পর্যন্ত।

আপার প্রাইমারি এই নিয়োগ প্রক্রিয়া চলছে সম্পূর্ণ আদালতের নির্দেশে। যেখানে পার্বত্য অঞ্চল বাদ দিয়ে ও প্যারা টিচারদের দশ শতাংশ সংরক্ষণ বাদ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া চলছে । যারা নতুন করে কাউন্সিলিং এ যোগদান করবেন তাদের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। যেটি ডাউনলোড করবেন স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.westbengalssc.com এ। আগামী ২৪ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইট থেকে কাউন্সেলিং এর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।

কাউন্সিলিংয়ের জন্য সমস্ত স্কুলের আপডেটের শূন্যপদ ইতিমধ্যে প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। কমিশন জানিয়েছে যদি কোন সমস্যা থাকে পরবর্তীকালে আবারো নতুন করে শূন্যপদ আপলোড করা হবে।
প্রধানত বাংলা, ইংরেজি, পিওর সাইন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, সংস্কৃত ও ভূগোল বিষয়ে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত বিষয়গুলি বেঙ্গলি মিডিয়াম স্কুলের অন্তর্গত। কাউন্সিলিং এ উপস্থিত হওয়ার জন্য রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সকাল ন’টা। প্রধানত দুটি বোর্ডে কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। কতজন শিক্ষক বা শিক্ষিকাকে কাউন্সিলিং এ ডাকা হয়েছে তাও দিয়ে দেওয়া হয়েছে। ১১ ই নভেম্বর থেকে তৃতীয় পর্বের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং চলবে 27 নভেম্বর পর্যন্ত। বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন তারিখ দেওয়া হয়েছে। কাউন্সিলিংয়ের সিডিউল এই প্রতিবেদনের শেষে দিয়ে দেওয়া হবে ।আপনার ডাউনলোড করে নেবেন।

wbcssc Counseling schedule pdf

Official website: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now