UIIC recruitment 2024 : ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি (UIIC) তে ২০০ টি এডমিনিষ্ট্রেটিভ অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন ।
পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকরি এখনই আবেদন করুন
পদের নাম: এডমিনিসট্রেটিভ অফিসার (UIIC)
মোট শূন্যপদ: – ২০০ টি
স্পেশ্যালিস্ট -১০০ টি শূন্যপদ।
জেনারেলিস্টস – ১০০টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা:
-আবেদনকারীরা শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া উচিত টা সবিস্তারে দেওয়া রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান – এ।
বয়সসীমা :
এডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিয়োগের জন্য বয়সসীমা হতে হবে ন্যূনতম ২১ বছর হতে হবে ।আরও ৩০ বছরের বেশি বয়স যাদের তারা আবেদন জানাতে পারবেন না ।
আবেদনকারীদের জন্ম ০১.১০.১৯৯৪ – এর আগে এবং ৩০.০৯.২০০৩ – এর পরে হওয়া চলবে না ।
আবেদন ফি :
তফশিলি জাতি , তফশিলি উপজাতি , বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ২৫০ টাকা + জিএসটি দিতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ । আর বাকিদের দিতে হবে ১০০০ টাকা + জিএসটি । অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
অনলাইন এর মাধ্যমে আবেদনের সময়সীমা :
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ১৫ ই অক্টোবর এবং তা চালু থাকবে আগামী ৫ ই নভেম্বর পর্যন্ত ।
যোগ্য প্রার্থীর নির্বাচন :
আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, তারপরেই হবে ইন্টারভিউ। এই দুই এর ভিত্তিতে প্রাপ্ত নম্বর নির্ধারণ করে আবেদনকারীদের মেধাতালিকা নির্বাচন করা হবে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। যোগ্যতার মাপকাঠি কি হবে তা নির্ধারণ করবে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি । অনলাইনের পরীক্ষায় থাকবে ২০০ টি প্রশ্ন । এই পরীক্ষা হবে ২৫০ নম্বরের ।
এরপরে থাকবে একটি ডেশক্রেপ্টিভ টেস্ট যার জন্য মোট সময় বরাদ্দ করা হবে ৩০ মিনিট অর্থাৎ আধঘন্টা এবং ২০ নম্বরের হবে এই পরীক্ষা।এখানে ইংরাজি ভাষায় পরীক্ষা নেওয়া হবে । সেখানে লেটার রাইটিং থাকবে ১০ নম্বরের এবং এসে রাইটিং থাকবে ৩০ নম্বরের। এই ডেসপ্রেকটিভ পরীক্ষা হবে অনলাইনেই ।
গুরুত্বপূর্ণ লিংক:
Online application: click here