1566 শূন্যপদে পার্মানেন্ট শিক্ষক নিয়োগ হতে চলেছে! আবেদন করবেন কিভাবে দেখুন|Teachers Recruitment Notification 2025

Teachers Recruitment Notification 2025 : 1566 শূন্যপদে পার্মানেন্ট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা সরকার। আন্ডার গ্রাজুয়েট টিচার ও গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখে নিন।

মোট শূন্যপদ:

আন্ডার গ্রাজুয়েট টিচার: (I to V) 1099 টি শূন্যপদ।

গ্রাজুয়েট টিচার: (VI to VIII) 467 টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা:

আন্ডার গ্রাজুয়েট টিচার (I to V):

  1. সিনিয়র সেকেন্ডারি পাঁচ সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন D.EL.Ed থাকতে হবে। ২০০৪ ও ২০০৫ হলে ডিএলএড এক বছরের হলে চলবে।
  2. Ncte 2002 সালের নিয়ম অনুযায়ী সিনিয়র সেকেন্ডারি তে 45% শতাংশ নম্বর দুই বছরের d.el.ed কোর্স থাকলে হবে।
  3. সিনিয়র সেকেন্ডারি সঙ্গী ৫০ শতাংশ নম্বর এবং চার বছরের B.EL.Ed কোর্স থাকলে হবে।
  4. গ্রাজুয়েশন এবং এক বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিগ্রি (২০০৪ – ২০০৫)
  5. ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TTET)পাশ করে থাকতে হবে।
  6. বাংলা ভাষা অবশ্যই জানতে হবে তাছাড়া ককবরক ভাষা জানতে হয়।
  7. ত্রিপুরায় বসবাসকারী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে।
  8. সমস্ত ক্ষেত্রে এসসি/এসটি/ পি এইচ চাকরিপ্রার্থীরা 5% ছাড় পাবেন।

উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিলেবাসে ব্যাপক পরিবর্তন বিস্তারিত দেখে নিন

গ্রাজুয়েট টিচার: (VI to VIII)

  1. গ্রাজুয়েশন এবং দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে। ২০০৪- ২০০৫ এর পরীক্ষার্থী হলে এক বছরের ডিএলএড থাকলে হবে।
  2. ৫০ শতাংশ নম্বর থাকতে হবে গ্রাজেশনে অথবা পোস্ট গ্রেজুয়েশনে । সেই সঙ্গে বিএড ডিগ্রী থাকতে হবে।
  3. সিনিয়র সেকেন্ডারি সঙ্গে ৫০ শতাংশ নম্বর এবং ৪ বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি থাকতে হবে।
  4. গ্রাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এবং বিএড স্পেশাল ডিগ্রী থাকলেও চলবে।
  5. পোস্ট গ্রাজুয়েশানে ৫৫ শতাংশ নম্বর ও তিন বছরের ইন্ডিকেটেড বিএড ও এম এড কোর্স করে থাকলেও চলবে।
  6. ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পাশ করে থাকতে হবে।
  7. বাংলা ভাষা অবশ্যই জানতে হবে তাছাড়া ককবরক ভাষা জানতে হয়।
  8. ত্রিপুরায় বসবাসকারী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে।
  9. সমস্ত ক্ষেত্রে এসসি/এসটি/ পি এইচ চাকরিপ্রার্থীরা 5% ছাড় পাবেন।
Teacher Recruitment 3
2025
Teacher Recruitment 3 2025

বয়স সীমা:

সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন:

আন্ডার গ্রাজুয়েট টিচার ও গ্রাজুয়েট টিচাররা ২০১৮ সালের ত্রিপুরা পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পাবেন।

আবেদন ফি:

জেনারেল ক্যাটাগরি চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা ফি জমা করতে হবে এবং সংরক্ষিত চাকরিপ্রার্থীরা ৫০ টাকা ফি জমা দেবেন।

আবেদন প্রক্রিয়া:

শিক্ষক পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটি হলো www.trb.tripura.gov.in এখানে যাবতীয় তথ্য সাবমিট করার পরে ফর্মটি ডাউনলোড করে নেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে : 04.01.2025 থেকে।

অনলাইনে আবেদনের শেষ তারিখ: 10.01.2025

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: 14.01.2025

ডকুমেন্টস স্কুটিনি করার তারিখ পরে জানানো হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now