Teachers Recruitment Notification 2025 : 1566 শূন্যপদে পার্মানেন্ট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা সরকার। আন্ডার গ্রাজুয়েট টিচার ও গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
সূচিপত্র
মোট শূন্যপদ:
আন্ডার গ্রাজুয়েট টিচার: (I to V) 1099 টি শূন্যপদ।
গ্রাজুয়েট টিচার: (VI to VIII) 467 টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা:
আন্ডার গ্রাজুয়েট টিচার (I to V):
- সিনিয়র সেকেন্ডারি পাঁচ সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন D.EL.Ed থাকতে হবে। ২০০৪ ও ২০০৫ হলে ডিএলএড এক বছরের হলে চলবে।
- Ncte 2002 সালের নিয়ম অনুযায়ী সিনিয়র সেকেন্ডারি তে 45% শতাংশ নম্বর দুই বছরের d.el.ed কোর্স থাকলে হবে।
- সিনিয়র সেকেন্ডারি সঙ্গী ৫০ শতাংশ নম্বর এবং চার বছরের B.EL.Ed কোর্স থাকলে হবে।
- গ্রাজুয়েশন এবং এক বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিগ্রি (২০০৪ – ২০০৫)
- ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TTET)পাশ করে থাকতে হবে।
- বাংলা ভাষা অবশ্যই জানতে হবে তাছাড়া ককবরক ভাষা জানতে হয়।
- ত্রিপুরায় বসবাসকারী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে।
- সমস্ত ক্ষেত্রে এসসি/এসটি/ পি এইচ চাকরিপ্রার্থীরা 5% ছাড় পাবেন।
উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিলেবাসে ব্যাপক পরিবর্তন বিস্তারিত দেখে নিন
গ্রাজুয়েট টিচার: (VI to VIII)
- গ্রাজুয়েশন এবং দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে। ২০০৪- ২০০৫ এর পরীক্ষার্থী হলে এক বছরের ডিএলএড থাকলে হবে।
- ৫০ শতাংশ নম্বর থাকতে হবে গ্রাজেশনে অথবা পোস্ট গ্রেজুয়েশনে । সেই সঙ্গে বিএড ডিগ্রী থাকতে হবে।
- সিনিয়র সেকেন্ডারি সঙ্গে ৫০ শতাংশ নম্বর এবং ৪ বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি থাকতে হবে।
- গ্রাজুয়েশনে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এবং বিএড স্পেশাল ডিগ্রী থাকলেও চলবে।
- পোস্ট গ্রাজুয়েশানে ৫৫ শতাংশ নম্বর ও তিন বছরের ইন্ডিকেটেড বিএড ও এম এড কোর্স করে থাকলেও চলবে।
- ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পাশ করে থাকতে হবে।
- বাংলা ভাষা অবশ্যই জানতে হবে তাছাড়া ককবরক ভাষা জানতে হয়।
- ত্রিপুরায় বসবাসকারী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে।
- সমস্ত ক্ষেত্রে এসসি/এসটি/ পি এইচ চাকরিপ্রার্থীরা 5% ছাড় পাবেন।
বয়স সীমা:
সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন:
আন্ডার গ্রাজুয়েট টিচার ও গ্রাজুয়েট টিচাররা ২০১৮ সালের ত্রিপুরা পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পাবেন।
আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরি চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা ফি জমা করতে হবে এবং সংরক্ষিত চাকরিপ্রার্থীরা ৫০ টাকা ফি জমা দেবেন।
আবেদন প্রক্রিয়া:
শিক্ষক পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটি হলো www.trb.tripura.gov.in এখানে যাবতীয় তথ্য সাবমিট করার পরে ফর্মটি ডাউনলোড করে নেবেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে : 04.01.2025 থেকে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: 10.01.2025
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: 14.01.2025
ডকুমেন্টস স্কুটিনি করার তারিখ পরে জানানো হবে।
গুরুত্বপূর্ণ লিংক:
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |