স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ! State Bank Of India Recruitment 2024

State Bank Of India Recruitment 2024 : SBI ব্যাংকে নানান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ আবেদন করুন

১. পদের নাম :

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ (ইঞ্জিনিয়ার-সিভিল) , অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল) , অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( ইঞ্জিনিয়ার-ফায়ার) পদ ।

২. মোট শূন্যপদ :

এই পদের জন্য মোট ১৬৯টি শূন্য পদ আছে।

৩. বয়স সীমা :

  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) – এই পদের জন্য ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে।
    অন্যান্য পদের জন্য আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩০ বছর হতে হবে।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের জন্য ছাড় পাবে।

৪. বেতন :

এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হবে ৪৮, ৪৮০-৮৫ , ৯২০ টাকা ।

৫. শিক্ষাগত যোগ্যতা :

এই পদে নিয়োগের জন্য কর্মীদের অবশ্যই কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৬০ শতাংশ নাম্বার নিয়ে নাটক উত্তীর্ণ হতে হবে তবেই এসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং সিভিল) পদে নিয়োগ করা যাবে। এর সাথে আবেদনকারী দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য পদগুলিতে আবেদন করার জন্য যোগ্যতা ভিন্ন রকম ।

৬. নির্বাচন প্রক্রিয়া :

যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) পদে। অন্যান্য পদগুলিতে নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।

৭. আবেদন প্রক্রিয়া :

ইচ্ছুক প্রার্থীদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন জানাতে হবে।

৮. আবেদন ফি :

আবেদনকারীদের ৭৫০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ছাড় দেয়া হবে।

৯. আবেদনের সময়সীমা :

আগামী ১২ ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে। : SBI ব্যাংকে নানান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

গুরুত্বপূর্ণ লিংক:

Official websiteClick here
Our WhatsAppJoin Now
Our TelegramJoin Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now